প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ আমি আগে আঘাত পাই নি বলে এভাবে সয়তে পারছি না- তবে এটা কখনোই কাম্য নয় যে একজন কবি আঘাত পেয়ে থমকে যাবে কলমের ঢগা থেকে উবে যাবে কালি; কারণ, প্রতিটি আঘাত মানে শব্দের সাথে শব্দের সঙ্গম যা কাল হয়তোবা জন্ম দিতে পারে কবির জীবনকে বদলে দেয়ার মতন কিছু চরণ চটকদার এই বিজ্ঞাপনের যুগে একবার হিট হতে পারলেই তো প্রতিটি শব্দেরা বেশ্যার মতন উপার্জন দেয়- তখন কবিতা অখাদ্য হলেও চলে প্রথম আলো ছাপবে বিচারপতি হাবিবুর রহমান স্যারের কবিতা কাইয়ুমের অসাধারণ অলংকরনের খাঁজে- নারীর বুকের ফাকের মতন আকর্ষণীয়, শুক্রবারের সাময়িকীতে;আর কী-বা লাগে স্যারের ব্যালেন্স না থাকলেও ব্যাংক ব্যলেন্সে যোগ হয়ে গ্যাছে নতুন অংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।