এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়.. দুবছর পর পুনরায় লিখতে বসেছি , হাত কাঁপছে ক্রমাগত ।
এতোদিন অফলাইনে থেকে সবার লেখা পড়েছি ,বিশেষ করে নতুনদের লেখা আমাকে ভীষন অবাক করেছে।
মু্গ্ধ নয়নে দেখেছি ওদের বাংলার উপর দক্ষতা । মনে মনে ভেবেছি -ইশ যদি মন্তব্য করতে পারতাম ।
আসলে আমার ল্যাপটপটাই চুরি হয়ে গেছে:
সে যাই হোক , ট্যাব দিয়ে পড়তেতো পারছি ।
মোট কথা ,ব্লগ থেকে বিদায় আমি কোনদিনও নেইনি
সমাজে নারীর অবস্হান এবং অনিরাপত্তা নিয়ে একটা গল্প শুরু করেছিলাম , ওটাই এখন মোটামোটি উপন্যাস আকারে
দাঁড়িয়েছে । নাম -নগ্ন মৃত্তিকা । প্রথম আলোর ব্লগারদের লেখা আলোর মিছিলেই জায়গা করে নিয়েছে লেখাটি ।
বইটির উম্মোচন হবে পয়লা ফাল্গুন বিকেল চারটায় । আশা করি বইমেলার চত্বরে সবার দেখা পাবো।
প্রকাশনায় গদ্য -পদ্য
সম্পাদক -কাজী মামুন
মূল্য -৩৯০ টাকা।
দেশের বাইরের পাঠকরা কিভাবে সংলনটি হাতে পাবেন তা প্রকাশকের হাতে ছেড়ে দিলাম ।
তবে দেশে যারা আছেন তারা নিশ্চই এতোগুলো লেখা একসাথে পাবার লোভ সামলাতে পারবেন না
সবাইকে শুভেচ্ছা
রোদেলা নীলা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।