মিনতি
যাইও না যাইও না সখারে আরে ও সখা যাইও না ছাড়িয়া
তুমি গেলে কান্দব পড়ি আমার হাতেরও মন্দিরারে।।
অন্ত গেলে দিনও রবিরে সখা
চন্দ্র উদয় হইব-২
রবি-চান্দের মিলনে হইব তোমার চান্দ বদনেরে।।
জনমেরই দোহাই লইও রে সখা
একজনমের তুমি-২
আমারে বান্দিয়া তইছ সাদের বৃন্দাবনেরে।
ধনও জনও তুমি দিছরে সখা
এক রঙে রঙিলা -২
হায়রে মজির মইল বিনা দুষে তোমারে চিনিয়ারে।
জন্ম; ১৮৬৫ খৃষ্টাব্দ: মৃত্যু: ১৯৩৩ খৃষ্টাব্দ: সৈয়দপুর, সুনামগঞ্জ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।