মরমী, তোমার জায়গা জমি
এই হৃদয়ে
সেটা তুমি যখন খুশি
খুঁড়তে পারো,
কিন্তু যদি গোলাপ লাগাও
সেই হৃদয়ে
তোমায় আমি গন্ধ দেবো
অনেক গাঢ়।
যদি তুমি গোলাপ ফুলটা
খোঁপায় গুঁজো
ভাববো আমায় ভালবাসো
আজ এখনো,
সেই ফুলটা হারিয়ে গেলে
যদি খুঁজো
ভাববো আমায় ভুলবে নাকো
কাল কখনো।
রাখো যদি ফুলটা তুমি
ফুলদানীতে
বুঝবো আমার স্মৃতি তোমার
বুকের মাঝে,
জানবো যদি না দাও পানি
ফুলদানীতে
উদার দেবী উদাস আমার
জীবন সাঁঝে।
যদি দেখি ফুলটা তুমি
মাড়িয়ে গেলে
অভিমানে দুঃখ পাবো
অনেক আরো,
মানবো আমি অভিমানী
মাটির ছেলে
মাটির প্রতি প্রেম ছিল না
কখনো কারো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।