সুর সাধক বাউল-সম্রাট লালন শাহ বাংলা ১১৭৯ সালের পহেলা কার্তিক, ইংরেজ ১৭৭২ খৃষ্টাব্দের অক্টোবর মাসের যশোর জেলার ঝিনাইদহ (বর্তমান জেলা) মহকুমার হরিণাকুন্ডু থানার কুলবেড়ে হরিষপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বাংলা ১২৯৭ সালের ১লা কার্তিক, ইংরেজী ১৮৯০ সালের ১৭ই অক্টোবর ১১৬ বছর বয়সে মৃত্যুমুখে পতিত হন। কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে তাঁর মাজার।
লালনগীতি আপাতদৃষ্টিতে উপেক্ষিত বলে বোধ হলেও তাঁর একতারার সুর আজও বিশ্ববরেণ্য, আন্তজার্তিক লোকসাহিত্যের আসরে আলোচনার বিষয়বস্তু। লালন মাটির কবি মানুষের কবি, তাই মাটির মানুষের কণ্ঠে কণ্ঠে তাঁর গান আজও ভেসে বেড়ায়।
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে। ।
চাতকে প্রায় আহর্নিশি
চেয়ে আছে কাল শশী
হব বলে চরণ দাসী।
তা হয়না কপাল গুণে।
।
মানুষ ছেড়ে ক্ষেপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি ....
২০১২ সালের ৮ এপ্রিল লালনের তীর্থ ঘুরে দেখতে যাই তার কিছু ছবি শেয়ার করলাম
লালন গীতি পরিবেশন
লালন গীতি পরিবেশন
লালন গীতি পরিবেশন
লালন জাদুঘরে লালন শাহের ব্যবহিত জিনিসপত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।