এতকিছু ... ওই সিনেমার জন্যই... 'নমাজ আমার হইল না আদায়', 'বন্ধু আইয়ো আইয়ো আমার বাড়ি', 'নির্জন যমুনার কোলে বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়', 'অটোমেটিক কলের মেশিন এই দেহ সভায়', 'মারিয়া ভুজঙ্গ তীর'সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা মরমি সাধক দুরবিন শাহ। দুরবিন শাহ হামদ-নাত, আত্মতত্ত্ব, নিগুঢ়তত্ত্ব, প্রেমতত্ত্ব, কামতত্ত্ব, পারঘাটা, বিরহ-বিচ্ছেদ সাক্ষাৎ, মারফতি, মুর্শিদি, জারি-সারি, ভাটিয়ালি, পল্লীগীতিসহ সহস্রাধিক গান রচনা করেছেন। দুরবিন শাহ ছিলেন শাহ আবদুল করিমের সমসাময়িক মরমি সাধক ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাউল শিল্পী। তিনি থাকতেন ছাতকের নোয়ারাই গ্রামের তারামনি টিলায় (দুর্বিন টিলায়)। দুরবিন শাহের বাবা শাফাত শাহও সাধক ছিলেন। তাঁর পথ ধরেই পাহাড় ঘেরা গহিন পল্লীর নিভৃত স্থানে থেকে দুরবিন শাহ জীবনভর চর্চা করেছেন মরমিধারা। জীবনবোধ, জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ অনবদ্য ভাসা ও সুরে মূর্ত করেছেন গানে। ১৯৭৭ সালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে রোগে ভুগে মারা যান। তাঁর মৃত্যুর কিছুদিন পরই তাঁর দুই ছেলে জাহান শরিফ ও আজম শরীফ মারা যান। দুরবিন শাহ এর মাজার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।