আমাদের কথা খুঁজে নিন

   

তোদের না হয় লজ্জা নাই...তাই বলে কি সবাই লাজ লজ্জাহীন?

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
ভারতের পিনাক মিয়া গত রবিবার এক সংবাদ সম্মেলনে এক ফালতু মন্তব্য করেছিল,তা নিয়া পানি মেলা দূর গড়াইছে।গড়ানো জায়েজ আছে।কারন আমি নিজেও মনে করি ঐ বেটার কোন রাইট নাই আমাগো দেশের বিশেষজ্ঞ গো সো কল্ড কইবার।আমি বি এন পি এর দাবির লগে এক মত,এরে ঝেটিয়ে বিদায় করা উচিত।কিন্তু এর এক সপ্তাহ আগে পাকিস্তানের পক্ষ থেইকা কইছিল, যুদ্ধাপরাধী গো বিচার হইলে বাংলাদেশের সাথে তাগো সম্পর্ক শীতল হইব!হের প্রতিবাদ করছিল সরকার,কিন্তু বি এন পি র গলায় একটা কাশিও শুনিনাই কোথাও!!!কিন্তু হেই বিলাই পিনাকের বেলাতে বাঘ!!! আবার পাকিস্তানের বেলাতে খেপা রুস্তম সরকার,ভারতের বেলাতে মিউ মিউ টাও এখন করে নাই!! এরা কি দেশের কথা ভাবে না নিজের কথা?দেশের মান ইজ্জতে কি এদের কিছুই আসে যায় না? অন্যদিকে স্বাধীনতার ঘোষনা লয়া শুরু হইছে পুরানা কেচাল!আরে তোরা কি সব বয়রা,না আন্ধা???তোরা কি কানে শুনিস না ?নাকি পড়তে পারিস না? জিয়া নিজের মুখে যে ঘোষনা দিসে তা সবাই শুনছে,তাতে জিয়া পরিস্কার ভাষাতেই কইছে "on behalf of our great national leader,the supreme commander ofBangladesh Sheikh Mujibur Rahman do hereby proclaim the independence of Bangladesh"। youtube ওই ভাষনের অন্য স্থানে কইছেন "it is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of elected representative of 75 million people of Bangladesh" youtube এর পর এইডা নিয়া তর্ক করতে লজ্জা হয় না? যারা হাই কোর্টের রায় নিয়া লাফাইতেছে,তাদের একটা কথাই কইতে মন চায়, আজকের দায়ের করা আপিলে যদি এই রায় স্থগিত করে দিত তাইলে কি ইতিহাস বদলাইয়া যাইত????তাইলে লাফানির কি হইল? আর যারা কয় জিয়া ঘোষনা না দিলে দেশ স্বাধীন হইত না,তাগো জিগাইতে ইচ্ছা হয়,২৭ মার্চ'১৯৭১ এর আগে চিনতেন? এক জন মেজরের কি অধিকার থাকে দেশের স্বাধীনতা ঘোষনা দিবার?জিয়ার তার ওই রেডিও ভয়েসে ঠিকই বলেছেন,মুজিব কিভাবে ওই ঘোষনা দিবার অধিকার রাখে। হয় এরা পড়তে জানেনা,অথবা কানে শুনেনা, না হলে এরা প্রতারক। আর হাসিনারে কইবার মন চায়, ৬০ বছরের দল কে একাই ২৮ বছর চালাইলেন,কি দিলেন?হেইডা ভাবেন। দেশে নাই বিদ্যুত,পানি,গ্যাস !আমরা তা নিয়া ভাবুম,না এই সব নোংরামিতে টাইপ কাটামো?আমি আবার এইডাতেও মানতে নারাজ যে ইতিহাস ভুইলা যাও!আমি ইতিহাস ভুলতে চাইনা,তারে বুকে নিয়াই পথ চলতে চাই,তবে দয়া করে নোংরামি থামান স্বাধীনতার ঘোষনা নিয়ে গত বছরের পোস্ট (এই পোস্টে বেলাল মাহমুদের সাক্ষাত কার ও ডয়চে ভেলের প্রতিবেদন টি যুক্ত আছে)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.