সতত সুবোধ সুশীলেরা অধুনা প্রতিদেবতার পূজনে পায় জপিবার রুদ্রাক্ষ !
জপিতে জপিতে এতটুকুনও হয়না ভারাক্রান্ত
তথাপি ক্ষুদ্র কর্জের বাহানায় প্রান্তিকতায় অবিরাম রুয়ে দেয়
অধস্তন অভাব;
তারই পরম্পরায় ক্রমশ তৈলাক্ত হয় তৈলগ্রাহী মার্কিন মুলুক;
রবাহুত ফিরঙ্গীদেরও বেশ জুটে যায় হরিলুট।
অতঃপর সেইসবের উদ্বৃত্ত
সাহায্যের সুললিত সুরে বর্ষিত হয়,
আর আমাদের সুবোধ সুশীলদের
এঞ্জিয়োবাদী ইঞ্জিনের মেকানিজম্ ক্রমশ
ইহকালের উন্নয়নের এঞ্জিল শরীফ হয় !
তারই ছঁকে একে একে বিস্তৃত হয় অদ্ভূত এক জয়তুন জ’মানা,
যেন প্রতিদেবতার আনুগত্যে পূজনে
বিশীর্ণ হতে থাকে আমাদেরই স্তনবতী ফলবতী মা।
ডায়েটকন্ট্রোল্ড প্রতনু(!) মা-রাই নাকি
ডেমোক্রেটিক(!) আর এনলাইটেন্ড(!) চোখে উন্নয়নের প্রনোদনা !
চক্ষুষ্মান সভ্যতা এভাবেই আরোপিত হচ্ছে প্রতিদেবতার প্রকৃষ্ট আশীর্বাদে !
অথচ কতিপয় আনবিক আদম
কেন যে বেফাস বিস্ফোরিত হয় সাম্রাজ্যবাদ নির্মূলের বাসনায়
-প্রতিদেবতারা তা ভেবেই পান না;
তেনারা বলেন, “এ সকল সন্ত্রাসবাদ, যার নির্মূলে খাটেনা মানবাধিকার পরোয়ানা ।”
তথাপি তথামত আতরাফ ও তেলসর্বস্ব দেশে
বহুজাতিক বেশে
তথাকথিত শান্তির মেঘ(!) জমা হতে থাকে,
হায়, হায়-বুলন্দনসিব এইসকল তৃতীয় বিশ্বের আকাশ হতে
প্রতিদেবতার কৃপায়
ক্লাস্টার বোমা রূপে অবিরাম শান্তি(!) বর্ষিত হতে থাকে !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।