আমাদের কথা খুঁজে নিন

   

কৃষি তথ্য-৩: পেয়ারা চাষ

অন্যের থেকে ও অন্যরকম এমন কিছু করার শখ।

অনেকেই আছেন যাদের কৃষির প্রতি খুব আগ্রহ, স্বপ্ন দেখেন বাড়ির ছাদে বা টবে একটা কিছু করার। কিন্তু শুধু মাত্র সঠিক তথ্যের অভাবে নিজের শখ বা আগ্রহ থেকে পিছিয়ে আসেন। আমি তাদের জন্য নিয়মিতভাবে কৃষি তথ্য সরবরাহ করে যাব। পেয়ারা একটি দ্রুত বর্ধণশীল গ্রীষ্মকালীন ফল।

এটি বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ফল। দেশের সর্বত্র কম বেশী এ ফলের চাষ হয়। তবে বানিজ্যিক ভাবে বরিশাল, পিরোজপুর, স্বরুপকাঠি, ঝালকাঠি, চট্রগ্রাম, ঢাকা, গাজীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বি.বাড়িয়া,কুমিল্লা প্রভৃতি জেলায় চাষ হয়ে থাকে। পেয়ারা ভিটামিন ’সি’ সমৃদ্ধ একটি ফল। এ ছাড়া পেয়ারাতে প্রচুর পরিমান ভিটামিন-বি ও প্রয়োজনীয় খনিজ পদার্থ যেমন- ক্যালশিয়াম ও আয়রণ পাওয়া যায়।

পেয়ারা কাঁচা ও পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য ফলে ১৪.৫% শ্বেতসার, ১.৫% প্রোটিন, ১.০% লৌহ, ০.০১% ক্যালসিয়াস, ৩০.০ মিঃ গ্রাম ভিটামিন বি -১, ৩০.০ মিঃ গ্রাম রিবোফ্লোভিন, ২৯৯.০ মিঃ গ্রাম ভিটামিন -সি এবং ৬৬ ক্যালরী রয়েছে। ফলে যথেষ্ঠ পরিমাণে পেকটিন থাকায় এ থেকে সহজেই জ্যাম, জেলী, চাটনী ইত্যাদি মুখরোচক খাবার তৈরী করা যায়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন আগের পোষ্ট:- কৃষি তথ্য:১ স্ট্রবেরী চাষের বিস্তারিত তথ্য। কৃষি তথ্য-২: আঙ্গুর চাষ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.