আমাদের কথা খুঁজে নিন

   

কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...!

দ্য ইনভিজিবল

বইয়া বইয়া একটা আকাম করছি। হঠাৎ মাথার ভিতরে চিন্তা আইলো, আইচ্ছা, আমার প্রিয় ব্লগার প্রথম যে পোস্টটা সামুতে পোস্টইছিল সেটা কী রকম ছিল। এরকম কৌতূহল থেইক্যা খুঁচা দিলাম। দেখা গেল বেশিরভাগ ব্লগারই কোবতে দিয়া শুরু করছিল। আবার অনেকে প্রথম দেয়া পোস্ট সরিয়ে নিয়েছেন। কৌতূহল থেকে এটা করেছি। কারো ভাল না লাগলে কিছু করার নাই জেরী/জেরীকে,নিয়ে একটি কবিতা কৌশিক/মেয়েটিকে এখনও গতর বেচতে হয়! রাগিব/বাংলা ভাষার বিশ্বকোষ অন্যমনস্ক শরৎ/হারানো বিজ্ঞপ্তি আন্দালীব/ডেন্টিস্টের চেম্বারে আহমাদ মোস্তফা কামাল/চাঁদ, জোসনা ও সম্পর্কের কথকতা কালপুরুষ/সেলিব্রেটি ক-খ-গ/শিরনামহীন চিকনমিয়া/আমি চিকনমিয়া চিটি (হামিদা আখতার)/শুভেচছা চাঙ্কু/আরেক নতুন পাগল ছন্নছাড়ার পেন্সিল/প্রথম লাইন নাফিস ইফতেখার/আমার প্রথম ব্লগ.......... পথিক!!!!!!!/ এই তো পথ বৃত্তবন্দী/মগ্ন চৈতন্যে দু:খবিলাস শওকত হোসেন মাসুম/স্বাগতম জানান তারাতারি ভাস্কর চৌধুরী/ভালবাসার পরিধি মিলটন/অনেকদিন পরে আসলাম সাঁঝবাতি'র রুপকথা/রুপকথা'র শুরু... আবদুর রাজ্জাক শিপন/সুবাসিত ফুলের কাননপাশ ! বিষাক্ত মানুষ/সামহোয়ার আবিস্কারের কাহিনি রাজামশাই/আসুন সবাই মিলে এক সুন্দর পৃথিবী গড়ি লেখাজোকা শামীম/জিনিসপত্রের দাম বাড়ার আরেকটা কারণ সম্ভবত: এটি ছিল সামুর প্রথম পোস্ট। দেবরা/ইমরান ব্লগ স্রষ্ট া জ্বিনের বাদশা/নিজের চরকায় তেল নরকের পাপী/~~আবেগ~~! সহেলী/সহজ স্বীকারোক্তি যীশূ/সুন্দরের পূজো! বুলবুল আহমেদ পান্না/শিরোনামহীন প্রত্তুৎপন্নমতিত্ত/আমার পাঁচখান কথা শয়তান/আমি এক জন ভালো শয়তান মদন/ আমি নতুন পথিক কাঙ্গাল মামা/ এসেছে নতুন বলগার... আরিল/moving forwards - building a better blog together কাঁ্কন/মন প্রচেত্য/"প্রচেত্য" শাওন৩৫০৪/প্রবাস বড় বিলাই/আমি এমন কেন দীপান্বিতা/প্রিয় বন্ধুরা সাদা মনের মানুষ/আমি নতুন অপ্‌সরা/সোনার খাঁচা বিপ্লব কান্তি/অত্যন্ত সেনসিটিভ একটি ইস্যু এখন সামনে চলে এসেছে, এবং আলোচিত হচ্ছে, সেটা হল ধর্ষন, অন্যরকম/জানালা ভেবে ভেবে বলি/আমার প্রথম ব্লগ ছুক্কুরালী/ ল্যাপটপ ...অতপর:.........!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.