আমি আঁধারে হারিয়ে, সীমা না পেয়ে, স্তম্ভিত হয়ে থাকি পরে, আমার আধার ঘেরা জগতে
জন্মেছ,বেরে উঠেছ।
বাস্তবতা দেখেছ, বিস্মিত হয়েছ।
জীবনের প্রতিটি ভুল নিয়ে-
কল্পরাজ্যের অতল গহীনে ডুবে গিয়েছ,
বারংবার।
ক্ষণে ক্ষণে থমকে গিয়েছ,
কি ভুল আর কি সঠিক ?
কি হচ্ছে আর কি হওয়া উচিত ?
কি হয়েছে আর কি হবে ?
হাজারও প্রশ্ন নিয়ে, বেশ ধীরে ধীরে-
জীবন নামের গল্প লিখে চলেছ।
একবারও কি ভেবে দেখেছ ?
শেষ বেলা, প্রশ্ন লিখতে লিখতে-
যখন তোমার মাঝে ক্লান্তি ভর করবে,
মস্ত বড় প্রশ্ন নিয়েই কি তোমার সমাপ্তি টানবে ?
ভাবছ তুমি এসব কি ?
আবারও প্রশ্ন, কথায় কথায় প্রশ্ন।
বিস্মিত হতে হতে একটা পর্যায়ে-
মান অভিমান এর পালা আসে।
যেখানে গাম্ভীর্য নিয়ে দার্শনিক হবে,
আর কিছু বাস্তবমুখী বচন-
তোমার বুদ্ধিমত্তায় ঝড় তুলবে।
দিনশেষে আবারও তুমি ঘরে ফিরবে।
চক্রাকার এ জীবন ধীরে ধীরে এগুবে,
আর তুমি প্রশ্ন আর উত্তর এর চক্রে পরে,
ঘূর্ণায়মান লাটিম হয়ে ঘুরবে, ঘুরবে, ঘুরবে।
যতক্ষণ ধুলোয় জড়ানো নিঃশ্বাস নিবে,
ঘুরবে আর ঘুরবে।
যতক্ষণ তোমার মন বৃদ্ধ না হবে,
ঘুরবে আর ঘুরবে।
যতক্ষণ না তোমার দেহে অসমাপ্ত ক্লান্তি নেমে আসবে,
ঘুরবে আর ঘুরবে।
সমাপ্তি পর্যন্ত ঘুরবে আর ঘুরবে।
তোমার শেষ হবে কৌতূহল নিয়ে,
যেখানে তোমার শুরু হয়েছিল।
সেখানেই ফিরবে, সেখানেই শেষ হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।