অথচ বাঁচার মতন সুখ কোথাও কখনো আর ছিলনা...।
কার জন্যে অনিদ্রা রেখেছো?
এত দাহকারী রোদে কার জন্যে জলের নৈবেদ্য নিয়ে বসে
নরম ঘাসের বুকে সে কি এসে পেলবিত স্বেদ রেখে যাবে?
তোমার আদোরে জমা রেণু নিয়ে যেই
জুঁইয়ের ওষ্ঠে উঠে তাড়না বাড়াবে
কষ্ট হবে দেখ!
এখন বুকের ভাঁজে যে গুচ্ছ বকুল লুকালে
যখন সে বকুলেরা প্রবল কামের ঝড়ে ছিন্ন ভিন্ন হবে
প্রেম পেতে গিয়ে দেখো কষ্ট হ'তে পারে,
তৈরি থেকো--
সে যখন তাকাবেনা ব্যবহৃত মাংসপিন্ড ভেবে;
কেঁদনা তখন!
পাশ ফিরে দুঃখ তখন
জানালার তারাকে শুনায়ো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।