।আমার আমি
‘তারা কবিতারা’
আজ কবিতারা ছুটছে অনন্ত আবেগে,
উদ্যম নৃত্য করে,
নেচে বেড়াচ্ছে হাতে, মাথায়, বুকে।
নানা তালে এখানে সেখানে।
ছন্দবদ্ধ সুরে, গুচ্ছ কবিতায়।
গদ্যে-পদ্যে অনন্য মহিমায়।
জড়াজড়ি করে ধরাধরি হাতে,
নেচে গেয়ে যায়।
ঠোঁট উল্টে বসে আছে-
বিরহী কবিতা একা এক কোনে।
সব্বাই নাচছে তাকে ঘিরে-
খুব সুখী, তারকা সম।
আজ তুমি আসবে বলে-
কবিতারা সব আনন্দে বিভোর।
সঙ্গিতা-১৮ ভাদ্র, ১৪২০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।