গত বুধবার সোসায়োলজি ক্লাসের টপিক ছিল নগরায়ন। আমাদের স্যার নগরায়ন নিয়ে আলোচনার সময় নগরের সাথে গ্রাম্যাঞ্চলের পার্থক্য করছিলেন। মোদ্যাকথা হল, নগরে এমন কিছু থাকবে যেটার কারনে গ্রাম থেকে মানুষ নগরে আসতে আকৃষ্ট হবে। নগরে থাকবে জীবিকা নির্বাহের অশেষ উপায়। থাকবে আকর্ষনীয় লাইফ স্টাইল, বিনোদনের জন্য যথার্থ উৎস, এরকম আরও অনেক সুযোগ সুবিধা।
থাকবে সারি সারি দালান কোঠা, কিন্তু সবকিছুই পরিকল্পিতভাবে। প্রশ্ন আসে তখন, ঢাকা শহর নগর হিসেবে কতটুকু যথার্থ!
এই শহরে নাকি টাকা ওড়ে, তাই মানুষ ধরতে আসে। একজন উত্তরবঙ্গের ছেলে আমি এই শহরে এসেছি উচ্চশিক্ষার জন্য, উন্নত জীবিকা ধারনের জন্য। এখন গ্রাজুয়েশন লাইফের শেষে আমার সামনে অনেক কিছুর হাতছানি... তার মানে এই দারায়; অন্তত আমার দৃশ্যপট থেকে এই শহর আমার জীবিকার জন্য যথার্থ পথ উন্মোচন করেছে। তাই এটি একটি নগর!
এবার আসি, বাসস্থান সংকটের ব্যাপারে... থাকার প্রবলেম তো কোনও প্রবলেমই না এই শহরে! যতদিন ব্যাচেলর আছি ততদিন আমাকে একটু অনুন্নত বাসাতে থাকতে হবে।
বাড়িওলা আমাকে সহজে বাসা ভাড়া দিতে চাইবেন না!! কিন্তু শুভ বিবাহের পরে আমাকে ঠেকায় কার সাধ্যি!!! কিন্তু যেখানেই থাকিনা কেন... আমি কি কোনও স্বাস্থকর বাসস্থান পাব? আপনাদের মতামত কি তা জানিনা, তবে আমার এই শহরের পরিকল্পনা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বন্ধুরা এতে কিঞ্চিত কষ্টও পেতে পারেন! তাই মাফ চাই!!! তবে যদি পরিকল্পনাহীন ঢাকা শহরের দালান কোঠা হয়ে থাকে, তাহলে বাসস্থান হিসেবে ঢাকা শহর একটি নগর হিসেবে ব্যর্থ।
নগরের রাস্থা ঘাট নাকি অনেক চওড়া হবে গ্রামের থেকে। হ্যা, ঢাকা শহরের রাস্তা-ঘাট তো অনেক চওড়া, অন্তত আমার গ্রামের বাড়ি থেকে! তাহলে কি ঢাকা শহর নগর হিসেবে এদিক দিয়ে সার্থক??? প্রশ্নটা উন্মুক্তই রাখলাম।
চিকিৎসা সেবার দিক থেকে ঢাকা শহর এই দেশে অবিসংবাদিত।
এটা ঠিক, ধরে নিলাম এদিক থেকে ঢাকা শহর সার্থক একটি নগর। এই ব্যাপারে আপনাদের মতামত কাম্য।
এবার আসি বিনোদনের ব্যাপারে। বিনোদনের জন্য সুযোগ সুবিধার মধ্যে অন্যতম হল পার্ক, থিয়েটার এবং শহরের বাইরে থাকবে কিছু পরিকল্পিত উদ্যান। আর ঢাকা শহরে দূর্ভাগ্যবশত এটা ঠিক উলটা।
শহরে এমিউজমেন্ট পার্ক আছে কয়েকটা হাতে গোনা, তবে সবচাইতে নামকরা ও যুগোপযোগী পার্কগুলোই শহরের বাইর; আর রমনা উদ্যান অথবা ধানমন্ডি লেকের মত উদ্যান গুলোই শহরের ভিতরে! তাহলে কি ঢাকা শহর একটি ইনভার্স নগর (ম্যাথেমেটিক্যালি!)
এই শহরের উত্থানে বুড়িগঙ্গার অবদান এবং বুড়িগঙ্গার পতনে কতিপয় ঢাকাবাসীর অবদান সম্পর্কে নাহয় নাইবা বললাম। আমি ছোট মানুষ!!!
অনেক কিছুই আসলে বলা যায়, যাতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া যায় একটা আধুনিক এবং প্রকৃত নগর হিসেবে ঢাকা ব্যর্থ। তাহলে প্রশ্ন আসে কেন এই ব্যর্থ নগরীতেই আমাদের চলে আসা নিজভূম ফেলে???
কারন নাকি একটাই, শ্রেয়তর জীবনধারা! সেটা কোথায় পেলাম আমি?
আজকে এই প্রশ্ন তুলছি কেন? কারন আজ আমি যখন চিন্তা করতে চাই, এই শহরে কি না থাকলেই নয়! তখন উত্তর আসে, আমার জন্য কোনো অপশন ঢাকা শহরের বাইরে নাই। নিজের মনেই প্রশ্ন আসে, আমার ঢাকা শহরে আসাই কি ভুল নাকি আমার শিক্ষাজীবনের উদ্দেশ্যটাই ভুল!!! আমার দরকার ছিল এমন একটি বিষয়ে পড়া যেই বিষয়ের প্রয়োগ ঢাকার বাইরেও রয়েছে!!! আমি হতাশ আগামী জীবনের কথা ভেবে!
একটা প্রশ্ন সবার কাছে, কারন এখন আর সরকারের কাছে প্রশ্ন করিনা; দেশটা তো আমাদেরও তাইনা!
একটা ব্যর্থ অথবা প্রায় ব্যর্থ নগরে কেন আমাদের এতটাই নির্ভর করতে হবে???
কেন এই দেশটাকে বিকেন্দ্রীকরন করা হচ্ছেনা???
আর কতদিন এই অপরিকল্পিত ক্যালাস নগরিতে থাকতে হবে???
চিন্তা আমাদের, তাই প্রশ্নও আমাদের কাছেই!
এমন কি করা যায়না, এই দেশের এক একটা বিভাগকে ব্যবসা বাণিজ্যের এক এক দিক দিয়ে সমৃদ্ধশালী করে তোলা? এতে একই সাথে অন্যান্য বিভাগীয় নগরগুলোও উন্নতি লাভ করবে। সাথে সাথে ঢাকা শহরের লোডটাও কমে যাবে।
এতদিনে যা হয়েছে তা নাহয় মেনে নিলাম, কিন্তু পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করেও তো আমরা এই ব্যাপারে উদ্যোগ নিতে পারি। আমার মত আরও অনেকেই যেন চিন্তা করত পারেন, একটা সার্থক নগরীতে আকর্ষনীয় এক জীবনধারা!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।