আমাদের কথা খুঁজে নিন

   

ছবিতে প্যারিস

ক খ গ ঘ ঙ

নয়ন মনোহর প্যারিস শহরে দেখার মতো আছে অনেক কিছুই। সেখান থেকে অল্প কিছু ছবি আলাদা করা সত্যিই বেশ কষ্টকর। অল্প সময়ের জন্য যারা প্যারিস বেড়াতে যান, তাঁরা যে জায়গাগুলো বাদ দিতে চাইবেন না সেগুলোকে আলাদা করার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। আর্ক ডি ট্রায়াম্ফ: নটরডেম চার্চ (ভিক্টর হুগোর হাঞ্চব্যাক অব নটরডেম এর সেই নটরডেম চার্চ): স্টাচু অব লিবার্টি (ইউএসএ কে উপহার দেয়া মূর্তিটির অনুরুপ): মুমার্থ চার্চ: বাস্তিল মেমোরিয়াল (যেখানে বাস্তিল দূর্গ ছিল): নেপলিয়ান বোনাপার্ট এর কবর: সিন নদী: ইনভেলিড''স প্যালেস (বর্তমানে আর্মি মিউজিয়াম): ভার্সাই প্রাসাদ (সামনের দিক): ভার্সাই প্রাসাদ (পিছন থেকে): ভার্সাই প্রাসাদের পিছনের বাগান: যে বাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্ত বসবাস করতেন (ছোট্ট একটা নাম ফলকে কবির পরিচিতি লিখা আছে): লুভর মিউজিয়াম (সমনে থেকে, ছবিতে মূল ভবনের প্রায় অর্ধেক দেখা যাচ্ছে)। এখানেই আছে বিখ্যাত মোনালিসা ছবিটি। মিউজিয়ামের ভিতর থেকে তোলা ছবিগুলো অন্য কোন পোস্ট এ শেয়ার করবো:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.