মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............
কেমন কাটল আজ আপনাদেও দিন? নাই বা বললেন। আমারটা কিন্ত না শুতে চাইল্ওে বলব।
য্ াহোক, এক ঘন্টা এগিয়ে নিয়ে দিন শুরুর চেষ্টা করলাম। কিন্তু সাকাল হতেই ড়িম্বনা। সকাল ৬ টায় ছাত্ররা পড়তে হাজির কিন্তু আমার ঘুম ভাঙ্গল না।
জেগে দেখি সাড়ে ৬ টা। যাইহোক অধঘন্টা দেরি করেই দিনের শুরু। স্কুলে সহকারী প্রধাণ শিক্ষককে ফোন করলাম আজকে ক্লাশ কয়টায় শুরু। তিনি জানালেন পূর্বের সাওে ১০ টা মাে বর্তমানের সাড়ে ১১ টা। কারণ ১৮ জুনের সমকালে তাই লিখেছে।
বিপত্তির শুরু এখানেই। সাড়ে ১০ টায় স্কুলে গেলাম কারণ ক্লাশের আগে দশম শ্রেণীর টিউটোরিয়াল পরিক্ষা হয়। আজ আমার বিষয় ইংরেজ্। ী কিন্তু গিয়ে দেখি অন্য ক্লাশের অনেক ছাত্ররা এসে হাজির সাড়ে ১০ টায় ক্লাশ করার জন্য। কিন্তু আমাদের ক্লাস শুরু হল সাড়ে ১১ টায়, অর্থাৎ ১ ঘন্টা দেরিতে।
ক্লাশের ফাকে কলিগদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সেই ঘড়ির কাটা। অনেক অভিজ্ঞতাও হল। কথায় কথায় একজন বললেন সমস্যার কথা। আমি বললাম কেন ১ ঘন্টা আগে ঘুমাবেন আর এক ঘন্টা আগে উঠবেন? তার কথা বিয়ে তো করনি বুঝবে কি? আমি বললাম এর মধ্যে আবার বিয়ে কথা কেন? তার কথা আগে ভাত রান্না শুরু করতেন রাত আটটায় কিন্তু এন তো ৮ টা মানে প্রায় বিকাল, তখন তাে আর রান্না করা যায় না। তাহলে শুরু করতে হবে ৯ টায়, খেতে খেতে ১১ টা আর শুতে শুতে ১২ টা, তার মানে আগের চেযে ১ ঘন্টা দেরি।
আবার আর একজনের থ্রিতে পড়া এক বচ্চা বলেছে এখ তার অনেক সুবিধা। কারণ তার পড়ার সময় সন্ধ্যা থেকে রাত দশটা। এখন তাড়াতাড়ি সন্ধ্যা লাগবে ঘুম না ধরলেও শুতে যাবে পড়তে হবে কম। বুদ্ধিমান বটে!!!!!! তারপর আগামীকাল সাড়ে ১০ টায় ক্লাশ শূরুও ঘোষণা দিয়ে ৫টায় স্কল ছুটি। এসে দেখি কলেজের ছাত্ররা ৪টায় পড়তে এসে চলে গেছে।
হায়রে বিড়ম্বনা!!! তার মানে আমি পুরা এক ঘন্টা পিছনে পড়েগেলাম। বাসায় গিয়ে যাদেও পড়াই তারা কল করছে, স্যার আসুন দেরি কেন। যা হোক সবাইকে এক ঘন্টা লেট করে পড়িয়ে রাত সাড়ে এগারটায বাসায় ফিরলাম ক্লান্ত হয়ে। হায়রে ঘড়ির কাটা, আর যাই হোক ক্লাশ থ্রির বাচ্চাটি তো আগে পড়াথেকে মুক্তি পাবে!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।