"অপার্থিব অপূর্নতা শব্দটা আমার বিশেষ প্রিয়। আভিধানিক ভাবে কী অর্থ তা ঠিক জানা না থাকলেও আমি আমার মত একটা ব্যখ্যা বানিয়ে নিয়েছি বৈকি। অপার্থিব অনূভূতির ক্ষেত্রে আমার মন-এ হয় যে, আমরা সব সময় অপূর্নতা বয়ে বেড়াই।
এই বিসয়টাতে বেশ কয়েক পর্ব লেখার ইচ্ছা থাকলেও ডিএসটি ইমপ্লিমেন্টের কাজের কারনে লিখতে পারলাম না। আজ কয়েকটা তথ্য দেই।
১. মাইক্রোসফট উইনডোজ এর জন্য প্যাচ রিলিজ করেছে
২. সান-সোলারিস এর প্যাচ পাওয়া যাচ্ছে
৩. রেড-হ্যাট লিনাক্স এ কিছু টাইমজোন ফাইল আপডেট করে, কয়েকটা কমান্ড চালাতে হবে
৪. এইচপি-ইউএক্স কয়েকটা ফাইল এডিট করতে হবে।
উপের চারটা সমাধান এখন পর্যন্ত আমার জানা আছে। কারো দরকার হলে আমাকে মেইল দিতে পারেন বা ফোন দিতে পারেন আর আপনার জানা তথ্যটা অবশ্যই জানাবেন।
01552 48 79 61
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।