বারে বারে স্মৃতির দ্বারে
দিনগুলি সব আসে ফিরে .......।
ভাবি আমি,
একলা যখন কাটতো সময়-
উথাল ঢেউ এ,আলোর নাচন অবাঁধ হেলায়,
ভাটীর স্রোতে-
ভেসেছিলাম স্বপ্নকারিগরের ভেলায়।
টুকরো করে
সকল কাছি, আমি তখন ডুবতে রাজী,
রঙ্গীন পালের
পরশ বিভোর দুচোখে, তোর মেঘঅগোচর নিঠুর খেলায়।
ক্লান্ত দুপুর
মূর্ত করে স্বপ্ন নিয়ে মগ্ন খেলা
খেললি কতই তুই কারিগর দিন রজনীর ফানুস মেলা।
এখনও তো
সন্ধ্যা নামে রাত্রী গড়ায়
পাষান হৃদয় নিকষ আঁধার আবার একা
নীল জানালার চতুর্ভূজে দেখেও তোকে হয়না দেখা।
(তুই তো ছিলি,
অভিমানী কন্যা যে এক;
বদলে গেছি হয়তো দুজন,
চিনতে কি তুই আমায় পারিস, স্মৃতির পানে তাকিয়ে দেখ। )
পড়তে গিয়ে
তোর কবিতা, ঠিক এখানেই দুচোখ আবার ভরলো জলে
বদলে গেছিস ,
ভালোই আছিস , সুখেই থাকিস, ডাকিস না কোন পুরোন নামে ।
অভিমানী কন্যা যে তোর
অভিমানের নুপুর পায়ে,
ডুবেছে আজ অথই জলে নীল সাগরের অপার কোলে।
যে ছবিটা একেঁছিলাম, সে ছবিটাই আজো আঁকি
সমুদ্রস্নান, সাগরবেলা স্বপ্নকারিগরের ফাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।