আমাদের কথা খুঁজে নিন

   

কথাসাহিত্যিক আনিসুল হকের মুখ থেকে শোনাঃ

গল্প-(১)... ছেলেটির নাম আজাদ । অত্যন্ত ধনী পরিবারের ছেলে ছিল আজাদ । মুক্তিযুদ্ধ করতে গিয়ে রাজাকারদের সহযোগিতায় পাকি বাহিনীর হাতে ধরা পড়ে আজাদ । আজাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয় তার সহযোগীদের খবর জানার জন্য । কিন্তু আজাদ তার সহযোগীদের তথ্য জানাতে অস্বীকৃতি জানায় ।

পাকি বাহিনী তথ্য জানার জন্য ভিন্ন কৌশল নেয় । তারা আজাদের মাকে আজাদের সাথে দেখা করার সুযোগ দেয় এই শর্তে যে, আজাদ যদি তার সহযোগীদের তথ্য জানায় তাহলে তাকে ছেড়ে দেয়া হবে । বন্দী অবস্থায় আজাদ তার মাকে জিজ্ঞেস করে, মা আমি কি তথ্য জানাবো ?? আজাদের মা দৃপ্ত কন্ঠে বলেন, ওরা যদি তোকে মেরেও ফেলে তারপরও ওদেরকে কিছু বলবি না । আজাদ ওর মাকে বলে, মা প্রায় এক সপ্তাহ হলো ভাত খাই না । এরপর যখন দেখা করতে আসবে ভাত নিয়ে এসো ।

সহযোগীদের তথ্য না দেয়ায় পাকি বাহিনী আজাদকে মেরে ফেলে । এরপর আজাদের মা আরো ১৪ বছর বেঁচে ছিলেন কিন্তু তিনি কোনদিন ভাত খাননি । গল্প-(২)... নারায়ণগঞ্জের এক মুক্তিযোদ্ধা যুদ্ধে শহীদ হন । এরপর তার লাশ সহযোগীরা তার বাড়িতে নিয়ে আসে । সেই মুক্তিযোদ্ধা ছিল তার মা-বাবার একমাত্র সন্তান ।

তার লাশ দেখার পর তার বাবা কাঁদতে ছিলেন । সবাই বলাবলি করছিল একমাত্র ছেলে কষ্ট তো বেশি হবেই । তখন সেই মুক্তিযোদ্ধার বাবা বলেছিলেন, ও আমার একমাত্র ছেলে সেই জন্য আমি কাঁদছি না । আমি কাঁদছি আমার আর কোন ছেলে নাই কেন ?? থাকলে সেইটাকেও আমি এখনই যুদ্ধে পাঠাতাম । এমন হাজারো করুন গল্প রয়েছে ৭১ এর ।

রয়েছে অজস্র আত্মত্যাগ । পাকিরা ৭১-এ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার সিংহভাগের সহযোগী হিসেবে ছিল এদেশেরই কিছু কুলাঙ্গার । রাজাকার, আল-বদর, আল-সামস এদের সহযোগিতাতেই পাকিরা ঘটিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ । এদেশের এই কুলাঙ্গার গুলা যদি পাকিদের সাহায্য না করত তাহলে ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো । তাই এদের ফাঁসি ছাড়া অন্য কোন শাস্তি হতেই পারে না ।

আজ দেশের মানুষ জেগেছে । দেশকে চূড়ান্ত ভাবে কলঙ্ক মুক্ত করার এখনই সময় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.