আমাদের কথা খুঁজে নিন

   

সমকালীন চলচ্চিত্র প্রদর্শনীর প্রথম দিনে চোরাবালি

আজ সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী। শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে এ আয়োজন। জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায় ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে ধারাবাহিক ও বিষয়ভিত্তিক চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা ৬টায় একটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। মোট সাতটি সমকালীন চলচ্চিত্র দেখানো হবে এ আয়োজনে।

সোমবার প্রথম দিনে প্রদর্শিত হবে জয়া আহসান ও কলকাতার ইন্দ্রনীল অভিনীত চলচ্চিত্র ‘চোরাবালি’। ছবিটি পরিচালনা করেছেন রেদোয়ান রনি। ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।