এতকিছু ... ওই সিনেমার জন্যই...
বর্ষাকালের শুরুতেই চারপাশে দেখতে পাচ্ছি প্রচুর প্রেম হচ্ছে । ব্যাপার টা কী?
আমরা কী ১৪ই ফেব্রুয়ারীর চেয়ে পহেলা আষাঢ় কে বেশী উপযুক্ত মনে করছি ভালোবাসার অনভুতি ভাগাভাগি করার জন্য? তাহলে তো ভালই হয়।
ভ্যালেন্টাইন ডে'র যারা উদ্ভাবক তাদের কাছে আর আবহমান বাংলার মানষের কাছে ভালবাসার মানেও এক নয়। আমাদের কাছে হয়তো ভালবাসা মানে কালীদাসের মেঘদূত। মেঘকে দূত করে প্রিয়ার খবর নেয়া।
কিংবা চন্ডীদাসের মত বছরের পর বছর প্রিয়ার পথপানে চেয়ে থাকা। এগুলো একান্তই আমাদের নিজস্ব চর্চা। । এরমধ্যে ভ্যালেন্টাইন ডে টেনে আনা আমাদের আপামর মেরূদন্ডহীনতারই ( লিঙ্গহীনতার ও) পরিচয় দেয় এর বেশী কিছু না। বেশী কিছু কী?
সুতরাং ভালবাসাদিবস কোনদিন হবে আমরা আবারও ভাবতে পারি।
এটা যে পহেলা আষাঢ় হবে এমন কোন কথা নেই। পহেলা ফালগুনও হতে পারে। কিন্ত ১৪ই ফেব্রুয়ারী কেন?
আমার দিকে সবসময় আছেন রবীন্দ্রনাথ, লালন, আখতারুজ্জমান ইলিয়াস, বিনয় মজুমদার, জীবনানন্দ দাশ, সুকুমার রায়....... সহ আরো অনেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।