আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে সামহোয়্যার ইন ব্লগ …… আমরা ব্লগার ... শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য লড়ে যাব । সামুর ব্লগার্স--------------------এক হও!!! গর্জে ওঠো আরেকবার !!!

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। সম্প্রতি banglanews24.com নামের একটি অন-লাইন পত্রিকার বাংলাদেশের বহুল প্রচলিত ব্লগ সাইট সামহোয়্যার ইন ব্লগের বিরুদ্ধে অপপ্রচার চালাতে দেখা যাচ্ছে । যা নোংরা হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। যেহেতু সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অনেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার সারা বাংলাদেশের জনতার প্রানের দাবীর সাথে এক হয়ে তাই এই বিচার এর দাবী কি করে বানচাল করা যায় সেই ষড়যন্ত্রে সক্রিয় হয়ে উঠেছে একাত্তুরের সেই সব ঘাতক রাজাকারের দল পুনরায়। পত্রিকাটির হলুদ সাংবাদিকতার লিঙ্ক দেয়া হল Click This Link এই বিষয়ে ব্লগার অপূর্ণের একটি পোস্ট দেখুন banglanews24.com এর বিরুদ্ধে সামুর আইনি পদক্ষেপ নেওয়ার সময় হয়ে গেছে Click This Link সামহোয়্যার ইন ব্লগের হেড অফ এল্যায়ন্সেস গুলশান ফেরদৌস জানা কে নিয়ে যে মিথ্যা অভিযোগ পত্রিকাটি করেছে তা সম্পূর্ণ ভিত্তি হীন।

এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত সংবাদের বিরুদ্ধে একজন মানুষের বিপক্ষে অপপ্রচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি । জানা আপুর সিলেট ভ্রমন বিষয়ক যে মিথ্যা অপপ্রচার চালান হয়েছে তার বিপক্ষে বলতে চাই এই পোস্টের লিঙ্ক দিয়ে সিলেটের ব্লগারদের ভালোবাসায় সিক্ত হলেন জানা! Click This Link Click This Link এইসব একাত্তুরের ঘাতক রাজাকারদের এবং তার মদদ দাতাদের সকল ষড়যন্ত্র এক্ষুনি রুখে দিতে হবে না হলে বাংলাদেশের কাছে আমাদের আত্মা চিরদিন পাপী হয়ে থাকবে। সামহোয়্যার ইন ব্লগের বিরুদ্ধে পত্রিকাটি যে অভিযোগ এনেছে তার বিরুদ্ধে আমি বলতে চাই যে ব্লগটি এর অগ্রযাত্রা থেকেই বলে আসছে যে এই ব্লগটি বাক স্বাধীনতা এবং বাক দায়িত্য শীলতায় বিশ্বাস করে এবং পাশাপাশি এও বলে দেয়া আছে যে সামহোয়্যার ইন ব্লগ বাঁধ ভাঙ্গার আওয়াজ , মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম । এখানে প্রকাশিত লেখা, মন্তব্য , ছবি, অডিও , ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দ্বায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। তাই যদি কোন প্রকার অভিযোগ আনতেই হয় তবে সেই অভিযোগ ব্লগটির বিরুদ্ধে না এনে আনা উচিত ব্লগারদের বিরুদ্ধে যারা পোস্ট দিয়ে থাকে বা লিখে থাকে।

সামহোয়্যারইন ব্লগ একটি পোস্ট মডারেট ব্লগ, এটা প্রি-মডারেট ব্লগ নয়, তাই কোন পোস্ট লেখার পরে সেটা মডারেট করা হয় এ ক্ষেত্রে কোন সাম্প্রদায়িক পোস্ট কিংবা বিতর্কিত পোস্ট লেখা হলে পোস্ট দাতার পোস্টটি মুছে ফেলা হয় এবং ওই লেখক কে ব্যান করা হয়। বিতর্কিত লেখকদের স্থান নেই এখানে। মানুষ এর মাঝে দ্বিমত থাকবেই আর দ্বিমত আছে বলেই তো গনতন্ত্র। সত্যি কথাটাই বলি পত্রিকায় কি জামাত শিবিরের খবর ছাপে না! অবশ্যই ছাপে এবং তা সবগুলো পত্রিকাতেই ছাপে। তাতে কি তারা রাজাকার! আজকে এই দেশে জামায়াত ইসলামী একটা রাজনৈতিক দল কই কোনদিনতো শুনি নাই এই পত্রিকাগুলোকে এদের নিষিদ্ধ করার কোন জন্য উদ্যোগ নিতে।

তাহলে আমরা কেন বলতে পারি না আজকে আমাদের ব্লগাররাই সারা দেশে এই আন্দোলনে সক্রিয় বলে জামাত শিবির রাজাকাররা উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে। দালাল আর রাজাকার হলে হবে তারা, সামু নয়। এই ব্লগে সরকার পক্ষের কিংবা সরকার বিপক্ষে, যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে কিংবা বিপক্ষে , অথবা নাস্তিকতা কিংবা ধার্মিক পোস্ট ব্লগারগন দিয়ে থাকে যার দ্বায় শুধুমাত্র প্রকাশকারীর যা কোন ক্রমেসামহোয়্যার ইন ব্লগের হতে পারেনা। কারণ ব্লগটি ব্লগিং করার স্বাধীনতা দিয়েছে অর্থ এই নয় যে কেউ ব্লগে নাস্তিকতা নিয়ে পোস্ট দিলে ব্লগটি নাস্তিকতার পক্ষের ব্লগ হয়ে গেল। যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা ব্লগের সংজ্ঞাটাই তাহলে ভালো করে জানেনা।

ব্লগ কি কিংবা ব্লগিং কি জানতে হলে ~~ব্লগ বিতর্কঃ ব্লগ শুধুই নাগরিক সাংবাদিকতার স্থান !? ব্লগে সাহিত্যের স্থান ও অবদান কতোটুকু !? ~~ Click This Link ধরুন কোন পত্রিকায় বি এন পি অথবা আওয়ামীলীগ নিয়ে যদি কোন ফিচার প্রকাশ করে তার অর্থ কিন্তু এই দাড়ায় না যে ওই পত্রিকাটি নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করছে কিংবা মিডিয়া চ্যানেল গুলো ঠিক একই ভাবে কাজ করে। আর একেই বলে নিরপেক্ষ সাংবাদিকতা। আর এই ব্লগটি ঠিক তাই জন্মলগ্ন থেকে নিরপেক্ষ রয়েছে তবে সবসময় দেখছি মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্তি ময়। সকল প্রকার সামাজিক কর্মকাণ্ড যেমন ইভ টিজিং , এসিড নিক্ষেপ কিংবা যুদ্ধাপরাধীদের বিচার এর দাবী এই সব কিছুতেই ব্লগটি সোচ্চার সবসময়। এই ব্লগের কিছু প্রকাশিত হওয়া মানবতার পক্ষের পোস্ট এর লিঙ্ক দেয়া হল ।

যখন এই ব্লগের বিরুদ্ধে অপপ্রচার চলছে গুটি কয়েক পোস্টের স্ক্রিন সর্ট দিয়ে তখন এর পাশাপাশি এইসব পোস্টগুলো বিবেচনায় এনে বিবেচনা করতে হবে নাহলে এই ধরনের ভ্রান্ত অভিযোগ কেবল মাত্র হলুদ সাংবাদিকতার কুরুচির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই হবে না। আহাজারি থেমে যাওয়া, কান্না শুকিয়ে যাওয়া সহস্র অসহায় চোখ আর ক্ষুদ্র এই আমি... Click This Link এই বিষয়ে জানা আপুর করা ১৩ নং মন্তব্য খুবই গুরুত্ত পূর্ণ ১৩. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩ জানা বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ। আর অনুরোধ, শুধু দু'টাকা ব্যয় করে একটি এস এম এস পাঠি্যে দিন ৫৪৫৫এ- আপনার এই মমতাটুকু একটি অনাথ শিশুর অধিকার। ওকে বন্চিত করবেন না! সাথে আপনার আশেপাশের সবাইকে বলুন- শুধু একটি এস এম এস করতে ৫৪৫৫-এ। শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা Click This Link চট্টগ্রাম দুর্যোগ - হেল্প ক্যামপেইন – ব্লগারদের উদ্দেশ্যে কিছু তথ্য Click This Link ইভটিজিং বিরোধী গেরিলা বাহিনী : চলুন সবাই মিলে ইভটিজারদের রুখে দেই... Click This Link একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি... ( রুশানের জন্য একটি চিত্রকলা প্রদর্শনী'র প্রয়াস ) Click This Link সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১২ Click This Link টেকনাফ থেকে তেতুলিয়া,নরপশুদের নিঃশ্বাসে বিষাক্ত সমগ্র বাংলাদেশ,বাঙালী প্রতিবাদী হও ।

Click This Link সিনেমা ব্যানার পেইন্টিং: বাংলাদেশের পাবলিক আর্টের এক অনন্য অধ্যায়! Click This Link আমরা ব্লগার, সাগর-রুনি হত্যাকান্ডের তদন্ত দ্রুত শেষ করার জোর দাবী জানাচ্ছি ... Click This Link যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত ব্লগার সমাবেশে উত্থাপিত প্রস্তাব ও কর্মপন্থা Click This Link এই বিষয়ে জানা আপুর করা ৮ নং মন্তব্য খুবই গুরুত্ত পূর্ণ ৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৪ জানা বলেছেন: সবসময় আছি, থাকবো সবরকম সহযোগীতার হাত নিয়ে। ত্রিশ হাজারেরও বেশী বাংলা ব্লগার বন্ধু এই চাওয়ায় একসাথে আছি। আর এই সংখ্যা ক্রমশ: বাড়ছেই। সিগনেচার ফরমটি পাওয়ার অপেক্ষায়। এরপর শুরু হয়ে যাবে এই ন্যায্য এবং প্রাণের দাবীর স্বপক্ষের আকাশচুম্বী অংশগ্রহণ।

নিশ্চিত। যুদ্ধপরাধীদের বিচার হবেই; হতেই হবে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গণস্বাক্ষরে আমার অংশগ্রহন এবং...... Click This Link যুদ্ধাপরাধী - গণ-স্বাক্ষরতা অভিযানের ব্যাপকস্ অভিজ্ঞতা !!! Click This Link আসুন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন গড়ে তুলতে একসাথে মিলিত হই Click This Link গর্জে ওঠো তুমি স্বাধীনতা ...(যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর ফর্ম) Click This Link প্রথম আলো ব্লগে প্রকাশিত একটি পোস্ট দেখুন সমকালীন বাংলা কমিউনিটি ব্লগ ভাবনা http://prothom-aloblog.com/posts/16/93767 আমরা দেখেছি সামু এবং শাহবাগ নিয়ে নানা রকম প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সাধারন ব্লগার হিসেবে আমরা সচেতন আছি এবং এই ধরনের কার্যকালাপের সাথে যারা জড়িত ব্লগে তাদের বিরুদ্ধে এবং মিথ্যা, বানোয়াট, উস্কানীমূলক ও উদ্যেশ্যপ্রনোদিত এই রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কতিপয় স্বার্থান্বেষী মহল এই আন্দোলনকে বিতর্কিত ও দ্বিধাবিভক্ত করতে এধরনের অপপ্রচার চালাচ্ছে।

সামুর সকল ব্লগারদের এব্যাপারে সতর্ক ও ঐক্য বদ্ধ থাকার অনুরোধ করছি। কারা কারা এই জন আন্দোলনের বিপক্ষে শুরুতে ছিলো আর এখন লেজ গুটিয়ে যোগ দিয়ে বাহবা কুড়াতে চাচ্ছে -তা ব্লগাররা জানে। সামহোয়ারিন এক বিশেষ গোত্রের গাত্রদাহের কারন সবসময়ই । ব্লগাররা সেইসব দালালদের আগেও রুখে দিয়েছে,ভবিষ্যতেও রুখবে। টিভিতে মুখ দেখিয়ে নিজেকে যারা যোদ্ধা এখন বলছে,তারাই কিছুদিন আগেও এই সমাবেশের বিরুদ্ধে ফেসবুকে কি কি লিখেছে,তা আমরা দেখেছি।

ঠিক যখন সামু ব্লগের ব্লগাররা শাহবাগে সুন্দর একটি প্রতিবাদ কর্মসুচি চালিয়ে যাচ্ছিলো ঠিক তখন এই সব মিথ্যা খবর ছড়িয়ে প্রতিবাদ কর্মসুচি বন্ধ করার পায়তারা চলছে , এটা কাদের পক্ষে হচ্ছে ? অবশ্যই এটা রাজাকারদের বিচার হতে বাচানোর একটা কৌশল ! এই সব সাইট গুলোকে চিনে রাখতে হবে এরা রাজাকারদের দালাল । এই যে শাহবাগে প্রজন্ম চত্বরে এতবড় আন্দোলন, এটাসরাসরি সম্প্রচার হচ্ছে, অনেকে সেখানে উপস্থিতও। তারপরও ছাগু পেইজগুলায় এটা নিয়ে কি লেখা হচ্ছে? কি লেখা হচ্ছে সোনার বাংলা ব্লগ, সামহোয়ার ইন ব্লগ, আমার দেশ ,নয়া দিগন্তে? নিজের চোখেই কি তোমরা দেখতেছো না তাদের স্বরূপ। যুগ যুগ ধরে তারা যে মিথ্যাচার চালিয়ে আসতেছে তার হাতেনাতে প্রমাণ কি পাইতেছো না? মুখে মুখে মুক্তি যুদ্ধের কথা বলে , গোপনে রাজাকারদের বিচার নস্যাৎ করার ঘৃনিত চেষ্টার বিচার ব্লগার রা করবে । আমরা সামু ব্লগের ব্লগার এই ব্লগ আমাদের , সামু ব্লগ নিয়ে কোন রকম মিথ্যা খবর ছড়ানোর দাত ভাঙা জবাব দেওয়া হবে ।

বাংলা ভাষার প্রথম এবং বৃহত্তম ব্লগ সাইটটি সর্ম্পকে এই ধরণের অপপ্রচার গণজাগরণের এই ঐতিহাসিক মুহুর্তে ঐক্যবদ্ধ আন্দোলনকারীদের মধ্যে বিভাজন সৃষ্টির পথ তৈরি করার সম্ভাবনাকে উষ্কে দেয় মাত্র। আমার কথা হল ফেসবুকেও অসংখ্য আই ডি , পেইজ ও গ্রুপ আছে যারা প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের মুক্তি চায় , রাজাকারদের মুক্তি চায় , অনেক ভুয়া , মিথ্যা এবং উশকানিমুল পোস্ট দেয় । যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য তারা উঠে পরে লেগেছে এবং সবসময়ই একটিভ । তাহলে কি সেই দোষ ফেসবুকের ? ফেসবুককে বলে দেখেন তো সেই একটা আইডি কিংবা পেইজ অথবা গ্রুপ ডি একটিভ করতে পারেন কি না ? সেখানে সামু সবসময়ই এই ধরনের পোস্ট ও আই ডি মুছে দিচ্ছে কিংবা ব্যান করছে । সামু সবসময়ই এই বিষয়ে সচেতন আছে , সামুর ম ডা রেশন প্যানেলও সচেতন আছে , সচেতন আছি আমরা ব্লগাররা ।

আজিব banglanews24.com ! নিজেদের স্বার্থে সামুর পিছনে লেগেছে । আমরা সবসময় কেন একজন আর একজনকে নিজেদের স্বার্থের জন্য নিচে টেনে নামাতে চাই !!!! যেসব ব্লগের পাতা গুলো পোস্টশূণ্যতায় খা খা করতেছে এবং যেসব ছেলিব্রেটি সামুতে আর জায়গা পায়না অন্ধদলবাজীর কারনে, তাদের বিষোদগারটি বুঝতে কষ্ট হয়না যে, তারা আসলে কি চায়। সামু তার আদর্শ ও নীতিমালার কারণে সব সময়ই এক নম্বরে আছে এবং থাকবে। গোয়েন্দা নজরদারির ভয় দেখানোর প্রয়োজন তারাই অনুভব করে যারা মুখোমুখি হতে ভয় পায়, যুক্তিকে মানতে পারেনা এবং আপাদমস্তক মতলবী। সামুর ব্লগাররাই যথেষ্ঠ দেশবিরোধী চক্রকে প্রতিহত করতে।

শাহবাগ স্কোয়ারের আজকের যে বাধঁভাঙ্গা জোয়ার-সেখানে সামুর অবদান বাংলা ভাষাভাষিরা সব সময় মনে রাখবে। সামহোয়্যারকে নিয়ে ষড়যন্ত্রকারী সুবিধাবাদী হলুদ সাংবাদিকতাকে ধিক্কার জানাই। । timesworld24.com অন-লাইন পোর্টালে প্রকাশিত শাহবাগ আন্দোলন; বাংলানিউজের প্রতিবেদনে সামহোয়্যারইন ব্লগের পাল্টা অভিযোগ Click This Link বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই তেমনি সামহোয়্যারইন-এ যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই। ।

আমার ব্যাক্তিগত আরও দুটি পোস্টের লিঙ্ক দিলাম সামুর ব্লগার্স--------------------এক হও!!! গর্জে ওঠো আরেকবার !!! Click This Link ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ এর পর আবার ২০১৩ ভাষার এই মাসে সকল ভাষা শহীদ এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই ২১ শে ফেব্রুয়ারির দিন আবারো একটি জয় দেখতে চাই, সেই জয় হবে রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।