আমি কিছুই লিখব না।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতারা দলীয় সাংসদ এমএ লতিফের বহিষ্কার দাবি করেছেন।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে মহানগর কমিটির এক জরুরি বর্ধিত সভায় এ দাবি জানানো হয়।
সভা শেষে মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইনামুল হক দানু সাংবাদিকদের জানান, সভার সিদ্ধান্তসমূহ রেজ্যুলেশন আকারে লিপিবদ্ধ করে দলের সভানেত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
মহানগর কমিটির সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় নগর কমিটির সদস্য ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ৩০ জনের মতো উপস্থিত ছিলেন।
নবম জাতীয় সংসদ নির্বাচনের ১৮ দিন আগে মনোনয়ন পাওয়া এমএ লতিফের শুধু মহানগর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ রয়েছে।
মহানগর আ. লীগ সভাপতি মেয়র মহিউদ্দিন চৌধুরী দুপুরে অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় সভায় উপস্থিত থাকতে পারেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।