আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের জনগণই নেতৃত্ব সম্পর্কে সিদ্ধান্ত নেবে: ওবামা।

এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কারচূপির বিরুদ্ধে সংগ্রামে মীর হোসেইন মুসাভি যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত বলে জানিয়েছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ওবামা ইরানের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখছেন৷ বিক্ষোভ ও দমন নীতি: ইরানের নির্বাচনের ফলাফলকে ঘিরে বিভ্রান্তি কাটার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷ নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মীর হোসেইন মুসাভি ও তাঁর সমর্থকরা৷ মুসাভি বলেছেন, নির্বাচনে কারচুপির বিরুদ্ধে সংগ্রামে তিনি যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত৷ সোমবার নিরাপত্তা বাহিনী কড়া হাতে তাদের প্রতিবাদ সমাবেশ দমন করেছে৷ হতাহতেরও খবর পাওয়া যাচ্ছে৷ মঙ্গলবার দেশজুড়ে আরও প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা করেছে তারা৷ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে এত বড় আকারের বিক্ষোভ দেখা যায় নি৷ ফলে সেদেশের নেতৃত্ব বিষয়টিকে হাল্কাভাবে নিচ্ছে না৷ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনার প্রক্রিয়াকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে৷ যেমন প্রায় ৪ কোটি মানুষ ভোট দেওয়া সত্ত্বেও মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত সংখ্যক ব্যালেট কীভাবে গণনা করে বিজয়ী ঘোষণা করা সম্ভব হল, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্যও প্রকাশ করা হয় নি৷ অন্যদিকে আহমেদিনেজাদের সমর্থকরা দুই প্রার্থীর মধ্যে বিশাল ব্যবধানের প্রতি নজর আকর্ষণ করে বলছেন, এত বড় মাপের কারচুপি সম্ভব হতে পারে না৷ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই শনিবার সকালে প্রেসিডেন্ট আহমেদিনেজাদের পুনর্নির্বাচনকে স্বীকৃতি দিলেও সোমবার তিনি নির্বাচনে কারচুপির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন৷ মুসাভি যাতে সঠিক পথে কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ করেন, সেবিষয়েও তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক প্রতিক্রিয়া: ইরানের এই রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে গোটা বিশ্বে নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ মার্কিন প্রশাসন অত্যন্ত সংযত ভাষায় প্রাথমিক প্রতিক্রিয়া দেখানোর পর প্রেসিডেন্ট বারাক ওবামাও এই প্রথম বেশ সতর্কভাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন৷ ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে তিনি বলেন, সেদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের নেতৃত্ব দেবে৷ তবে কোনো এক পক্ষের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে সেদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় না হয়ে ওঠে, সেবিষয়ে তিনি সতর্ক থাকতে চান৷ ওবামা আরও বলেন, ‘‘টেলিভিশনের পর্দায় যে হিংসাত্মক ঘটনা আমি দেখতে পাচ্ছি, তাতে আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছি৷ আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া, মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রদর্শনের সুযোগ – এই সবই সর্বজনীন মূল্যবোধের মধ্যে পড়ে৷’’ ওবামা অবশ্য স্পষ্ট করে দেন, যে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তাঁর প্রশাসন সরাসরি নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক পথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল বিরোধীদের প্রতিবাদ চলাকালীন নিরাপত্তা বাহিনীর ভূমিকার নিন্দা করেন৷ তিনি সোমবার ইরানের নির্বাচনের ফলাফল পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতার ডাক দেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার বার্লিনে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে বিক্ষোভকারী ও বিদেশী সাংবাদিকদের বিরুদ্ধে সেদেশের নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের নিন্দা করেন৷ ইউরোপীয় ইউনিয়নও নির্বাচনী কারচুপির সামগ্রিক তদন্তের ডাক দিয়েছে৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইরানের নেতৃত্বের উদ্দেশ্যে তদন্তের ক্ষেত্রে জনগণের আসল ইচ্ছার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন৷ তথ্যসূত্র এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.