আজ আমার বর্ষাবিহীন দ্বিতীয় আজব আষাঢ়ের শুরু। আষাঢ়- শ্রাবন যাবে কিন্তু বর্ষাকাল আসবে না।কেউ কেউ বুঝতে পেরেছেন আবার কেউ কেউ অবাক হচ্ছেন হয়তো - ভাবছেন ব্যাটা টাল নয়তো?
উহু ব্রাদার টাল নই- এখন যেখানে আছি সেই দক্ষিন গোলার্ধীয় শহরে এখন কনকনে ঠান্ডা । লেপের নীচে বসে বৃষ্টির গান গান শুনতে শুনতে যখন এই লেখাটি লিখছি তখন আষাঢ়ের প্রথম সন্ধ্যা নেমে গেছে কনকনে ঠান্ডা নিয়ে।
যাকগে আমি আপাতত বৃষ্টির গান শুনি আর আপনাদের জন্য বর্ষার প্রথমদিনের একটি গানের লিংক দিচ্ছি। ভালো লাগলেও লাগতে পারে- চেক করে দেখতে পারেন-
"বর্ষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে কাঁপে যদি তোমার হৃদয়,
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়...।"
http://www.youtube.com/watch?v=HrwwbBVF_BY
সবার জন্য শুভেচ্ছা-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।