আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার ধবল ঘোড়ায় চাবুক মেরে ঘুরছে দশদিক;

< শাফিক আফতাব > এই দেখো, মানুষ সমুদ্র জয় করেছে, আকাশ জয় করেছে ; সভ্যতার ধবল ঘোড়ায় চাবুক মেরে ঘুরছে দশদিক; তারা, আয়েশের জন্য সৃষ্টি করেছে ; যাপিত জীবনের বিলাসের সরঞ্জাম ; তারা বিদ্যার চর্চায় গাদা গাদা বই পড়ছে, অথচ মানবতা নামক বিমূর্ত বস্তুটা এখনো উপেক্ষিত, অন্তত আমাদের স্বদেশে ; যারা, আমরা সমাজ গড়াবার জন্য কোমরে গামছা বেধে নামছি, সর্বত্র দেখি, কারো গ্যাস লাইটে সমস্যা, কারো রঙিন মদের গ্লাস, কেউ আবার প্রখ্যাত দালালের সহকারী, কেউ আবার অর্থের ভাণ্ড ভরায় বিনাশ্রমে ঘুষ আর উৎকোচে ; কেউ দাগ খতিয়ানে কালি লাগায় সুচতুর হাতে, কেউ ক্ষমতার তুলতুলে চেয়ারের জন্য যা করার করতে প্রস্তুত, কচুকাটার মতো মানুষ কাটছে কেউ ; কেউ মদ মাগি আর চামড়ার ব্যবসায় বেশ বৈদশিক মুদ্রা অর্জন করেছে। মূলত উন্নয়ণশীল দেশে আমরা প্রবৃদ্ধির জন্য মাথা কুটছি, প্রজন্মকে শিক্ষিত করতে গাদা গাদা বই ছাপছি, স্কুল কলেজ আর ইউনিভার্সিটির সংখ্যা দিনে দিনে বাড়ছে, বাড়ছে মসজিদ মক্তব আর মাদরাসার সংখ্যা, অথচ মাবনবতা উপেক্ষিতই থাকছে প্রতি বছর, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকছি করে নিজে জন্ম দিচ্ছি ডজন ডজন সন্তান, উপদেশ বাক্যটি অপরের দিকেই ছুঁড়ে মারছি, অথচ নিজেই শয়তানের একান্ত বন্ধু সেজে বসে আছি ; আর ধর্মের শিক্ষার আর নীতির কথা বলছি। ১২.০২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।