আমাদের কথা খুঁজে নিন

   

ব্যানানা বাংলাদেশ-৪ (কি চমেতকার দেখা গেল!)

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
প্রিয় পাঠক, বাজেট বিষয়ক জ্ঞানালুচনা করতে আসি নাই। কারন বাজেট আমি নিজে যেমন বুঝি না...বুঝার আগ্রহও পাই না। অনেকেই জ্ঞান ফলাবেন ...ফলাচ্ছেন ...মিশ্র প্রতিক্রিয়া দিতেছেন (ক্যান জানি...জ্ঞানীলোকেরা সব সময় মিশ্র প্রতিক্রিয়া দেয়)। আমারে অনেকেই এই বিষয়টা নিয়া লেখতে কয়। আমি আগ্রহ পাই না শুইনা ঝারিও লয় "ধুর মিয়া, বাজেটের মত একটা গুরুত্বপূর্ন বিষয় বুঝ না!"।

না বুঝলে কি কর্তাম! তয় বাজেটের সমর্থনে সংসদে যতলোকে টেবিল চাপড়াইছে...আই ডাউট...তাগ ৯০% বাজেটের বিও বুঝে নাই। বাজেটের তথ্য ফাঁস জ্বী হ্যা। ফাঁস। যেই দেশে বিসিএস প্রশ্ন বারেবারে ফাঁস হয় সেই দেশে এইটা তেমন বড় ঘটনা না। দেখাও গেল তাই।

আমার ছ্যাবলা অর্থমন্ত্রী দুনিয়াজয়ী হাসি দিয়ে বাজেট ফাসের সব দ্বায়িত্ব নিজের কাধে নিয়া নিলেন...আমরাও বেকসুর খালাস দিয়া দিলাম। চুরি করলেও, ঈমানের সাথে করছে... ঈমানদার চুর মাফ করা যায়। কি কন? অনেক সাংবাদিকরা এইবার আরামে নাকে তেল দিয়া ঘুমাইতে পারছে, কারন বাজেটতো আগেই ফাঁস। হেহে। কি আনন্দ।

বেওকুফ জাতির বেওকুফ অর্থমন্ত্রী ও ততধিক বেওকুফ জনগন, যারা কিনা বিড়ি মদ খাইতে ক্যান বেশী টাকা লাগব সেই আফসুসে মারা যাইতেছে, আরেকদিকে যে কোটি টাকার শুল্ক হরিলুঠ হয়া গেল তা দেখতে পাইতেছে না। বাজেটের তথ্য ফাঁস হওয়ার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন বৃটেনের এক অর্থমন্ত্রী। তার নাম প্রফেসর ডালটন। ব্যাপারটা কিরম সাংঘাতিক বুঝায়া কই, ধরেন বাজেটে গাড়ির উপরে ট্যাক্স বাড়ব তা ফাঁস হইল। (হইছেও তাই) আপনে ধুম কইরা গাড়ি কিনা ফেলাইলেন বাজেটের ২ দিন আগে।

বাজেটের পরের দিন দেখবের আপ্নে প্রত্যেক গাড়িতে ব্যাপক লাভে বেচতে পারতেছেন। একই কথা অন্যসব কিছুতেই প্রযোজ্য। তো ধরাটা খাইল কেডা? বাংলাদেশ সরকার...মাইনে বাংলাদেশ...মাইনে আপ্নে...আমি...আপ্নের ভাতিজা...খালাম্মা সবাই। বাজেটের আগে হাজার হাজার গাড়ী আমদানি হইছে... স্পীডমানি দিয়া তাড়াতাড়ি কাষ্টমস থিকা ছাড়ানোও হইছে। অর্থমন্ত্রী কিংবা মন্ত্রীপরিষদ নয় কেবল আমি লজ্জিতঃউত্তরেরকল্পতরু তাইলে ভাতিজা, শুল্ক বসায়া লাভটা কি হইল ? শুন্য।

লাভটা ছ্যাপ দিয়া গুইনা নিল ব্যবসায়ীরা। এরপরেও হাসিনা বিবি বলবে, আমরা গরীবের সরকার। বাজেটে আইএমএফ শুল্ক না পাইলে সরকার ট্যাকা পাইব কুইথিকা? ক্যান G-20 হ্যা না! বাজেটে স্পষ্ট কয়া দিছেন মাল সাহেব, I trust Bangladesh will also get its fair share from the increased resources made available to the IMF. (পেজ-১৭). এছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কাছেও হাত পাতিয়া রাখিয়াছেন বলিয়া জানাইছেন। বাহ বাহ। এই বিষয়ক আমার আগের লেখাগুলান খুচা দিয়া পর্তারেন ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) মিলিটারী মিলিটারী ব্যয় ৪১৫কোটি টাকা বাড়ান হইছে গত বাজেটের চেয়ে...মুট হইল ৮৩৮২কোটি টাকা! (পেজ ৭৯)যে দেশে মানুষ কারেন্ট পায় না, পানি পায় না---সেই দেশের এমন মিলিটারী ফুটানি দেখানির দরকার কি বুঝি না।

প্রতিবেশী ভারত তো এখন আমাগ বুন্ধু দ্যাশ... তাইলে...এতট্যাকা দিয়া কি করব হেরা? পত্রিকাওয়ালারাও এনিয়া তেমন চিন্তিত না...মনে লয় উনাদের পশ্চাতদেশে মিলিটারী নল এখনো নড়াচড়া করে। বাংলাদেশ আর্মির ব্যয়ের বহর দেখেন---- ৬০৬.৮ মিলিয়ন USD (২০০৩) CIA World Fact Book, 2004 $৮৩৬.৯ মিলিয়ন USD (২০০৭) CIA World Factbook ১.৫ % of GDP : ২০০৬ Wiki ৫.৭% of GDP: ২০০৮ Wiki এত খরচ করে কি উৎপাদন হইলো? এমনই করিতকর্মা এক সেনাবাহিনী উৎপাদিত হইলো, যারা ডজন ডজন কল এসএমএস পাইয়াও পিলখানা থিকা নিজেদের অফিসারদের রক্ষা করতে পারলো না। অথচ কয়েক কিমি দূরেই ঢাকা আর সাভার ক্যান্টনমেন্ট!তেনাগ নাকি ২ ঘন্টা সময় লাগে জুতা মুজা পর্তে আবার রাষ্ট্রক্ষমতা দখল করে গনতন্ত্রের বিষ্ঠা প্রতিষ্ঠার জন্য উনারা দিনবদলের সরকার থেকে উপহার নিয়ে কানাডা আমেরিকার রাষ্ট্রদূতীয়ালীও করেন। বাহ বাহ! কি চমেতকার দেখা গেল! কালো টাকা শুনলাম মাল সাহেব নাকি তীব্র মনকষ্ট নিয়ে কাল টাকা সাদা করার বন্দোবস্ত করছেন...তাও আবার এক দুই মাস না...টানা তিন বছর। এর মানে দাড়াইল...সীমাহীন দূর্নীতির অবসান ঘটাইতে যে সরকার আইল তারা আরো ২বছর দূর্নীতি করার গ্রিন সিগ্নাল দিয়া দিল...ধুমাইয়া লুটেন ...২০০৯,২০১০,২০১১...আর ২০১২ তে গিয়া সব টাকা সাদা কইরা ফেলান।

মাষ্টার পিলান! বাহ! কালো টাকা সাদা করলে কোন আইনে প্রশ্ন তোলা যাবে না:শওকত হোসেন পিপিপি বিস্তারিতঃ ব্লগ দিনমজুরঃবাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট? গর্বের সাথে প্রথম্বারের মত সরকারী বেসরকারী অংশীদ্বারিত্বকে আনা হইছে...লেন ভায়া এলা লুইটাখান... সক্কল সরকারীখাতকে এত সহযে বেসরকারীকরন আগে কেউ করতে পারে নাই। মাল সাহেব আসলেই একটা মাল। তবে আমার সন্দেহ হয় এই বাজেট্টা উনি নিজে লেখছেন কিনা... খবরঃ এফবিসিসিআইয়ের আশাঃ তিন বছরে দেশ থেকে কালো টাকার ইতিহাস উঠে যাবে এলা বুঝলেন কে লেখছে? অনলাইনে বাজেটঃhttp://www.bangladesh.gov.bd/index.php অন্যান্য লেখায়, খুচা দেনঃ হস্তীভক্ষন ও বিদ্যুৎখাতের স্টিকী পোষ্টঃ ডিবাংক ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!) ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান) কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।