আমাদের কথা খুঁজে নিন

   

"ব্যানানা রিপাবলিক অফ বাংলাদেশ"

কুদ্দুছের পুকুরের পানিতে বিষ দিয়েছে । কুদ্দুছ জানে সোলায়মান ছাড়া একাজ আর কারও নয় । কুদ্দুছের ৫০ হাজার টাকার মাছের পোনা নষ্ট হল । কুদ্দুছ এর প্রতিশোধ নেবে শুধু সুযোগের অপেক্ষা । সুযোগ এসে যায় ।

কুদ্দুছের সহচর মোখলেছ জানায় সোলায়মানের কলার আবাদ এবার খুব ভাল হইছে নুতন কাদি হইছে কলার গাছে । একরাতে সব গাছ কাইটা ফেলায় দেয়া যায় । কথামত কাজ । রাতের আধারে কলার বাগানের সব গাছ কেটে মাটিতে ফেলে দেয়া হয় । অপোক্ত কলাদের তাই আজ মন খারাপ ।

গাছ থেকে বের হওয়া শেষ রস টুকু খেয়ে আর কিছুক্ষন পরেই এ জীবনের অবসান হবে । কলাদের মন এর আগেও খারাপ হয়েছে, ওদের অপোক্ত অবস্থায় ব্যাপারীরা কিনে ফরমালিন মেরেছে । ডিসেম্বর মাস টা কলাদের মন খারাপের মাস । কারন এই মাসে বাকী বেচে থাকা কলারা শোক পালন করে । কারন এই মাসের ১৬ তারিখে এই বাংলাদেশের জন্ম ।

৪২ বছর আগে এই ডিসেম্বর মাসে আজকের কলাদের দাদারা বার বার অনুরোধ করেছিল দেশটার নাম "রিপাবলিক অফ বাংলাদেশ" না রেখে "ব্যানানা রিপাবলিক অফ বাংলাদেশ" করা হোক কিন্তু কেউ শুনল না, কলা দাদাদের কথা । মৃত্যু পথযাএী কলারা অবশ্য এই ভেবে খুশি কাগজে কলমে না হোক কিন্তু অনগ্রাউন্ডে দেশটা ব্যানানা রিপাবলিক হয়েছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।