আমাদের কথা খুঁজে নিন

   

ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
ভন্ড অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা তাদের পোষা পত্রিকায় যেভাবে হাবযাব মন্দা ম্যান্দা কইরা আইএমএফ এর কাছে ৬০-৮০হাজার কোটি টাকা ধার(যদিও মুখে কইছেন সাহায্য) নেয়াটারে সময়ের দাবি বানায়া ফেলাইতাছে-- তাতে মনে লয় ব্যানানা বাংলাদেশ হইতে আর বেশি দিন নাই। প্রথম আলোর(পড়েন কালো) প্রথম পাতার একখান লেখা ১ হপ্তা ধইরা স্টিকি হইয়া সামুতে ঝুইলা ছেল। যে লেখায় নানান ভারি ভারি অর্থনীতির টার্মস দিয়া...সংখ্যা দিয়া ভইরা শওকত সাহেব বলতে চাইছেন--আমাদের কারো কোন দোষ নাই--কারো কোন হাত নাই--সারা দুনিয়ায় মন্দা শুরু হইছে, আমাদেরো হইতাছে। তাই হেরা যেমনে ট্রিলিয়ন ডলারের স্টিমুলাস প্ল্যান দিছে আমগো সেরকম দিতে হবে। ব্যবসায়ীরা টাকার গন্ধ পায়া আগেই ৬০০কোটি টাকা চাইছে।

মাল মুহিত কইছে কিছুতো দেইতেই হবে...আহা! এই টাকা নাকি ঋন না, সাহায্য। হাহ। আইএমএফ কি একটা সাহায্য দাতা প্রতিষ্ঠান?ওয়েবসাইটে পরিস্কার লেখা আছে What IMF does? Surveillance, Lends, Technical Assistance. এর মানে উনারা ডলার এবং তা খরচ করার কিছু শর্তও দেন। উনাদের সাহায্য(!!) নিয়া, উনাদের শর্ত মাইনা, জামাইকার কি হইছে দেখেন গুগুল ভিডিওতে Life and Debt: Globalization and Jamaica কাউলা ভাইদের দুঃখ দেইখা চোখে পানি আটকায়া রাখা কঠিন। প্রশ্ন ১: কেউ কি বলবেন, কেমতে হাজার মাইল দূরে আমেরিকার গৃহায়ন খাতে ধস নামার পর সেইটা আমাদের দেশেও আইসা লাগ্লো?কেন আজকে ২মিলিয়ন আমেরিকান ঋনখেলাপি? কেন আমেরিকার সরকার আজকে ৩.২ট্রিলিয়ন ডলারের ঋনে ভারাক্রান্ত?ভিডিওটা অবশ্যি দেখবেন।

আমেরিকান ডলার ছাপানোর ও মান নিয়ন্ত্রনের দায়িত্ব ফেডারেল রিসার্ভ ব্যাংকের যা একটা বেসরকারী ব্যাংক। হ ভাই। নামে ফেডারেল...কামে বেসরকারী...যেমন ফেডারেল এক্সপ্রেস(FedEx)। ৭ সদস্যের পরিচালনা কমিটির মাত্র ২ জন উএস প্রেসিডেন্টের মনোনায়নে নির্বাচিত হন, ১৪ বছরের জন্য(উএস প্রেসিডেন্টের মেয়াদ ৪বছর)। সেই দুই জনের নামও আসে ওয়াল স্টীট থেকে।

বোঝেন অবস্তা। বাকিরা কারা? এরা সবাই ইন্টারন্যাশনাল ব্যাংক মালিকদের প্রতিনিধি। এরা এদের ইচ্ছা মতো ডলার ছাপায়---ভূল বললাম। ছাপায় না...বানায়। কারন সব ইলেক্ট্রনিক "ডিজিটাল" মানি।

আমেরিকার মাত্র ৩% ডলার কাগুজে...। বাকি সব ক্রেডিট কার্ড, অনলাইল ব্যাংকিং--সব ব্লাফ মানি, কম্পিউটার ডিজিট। মাথা ঘুরাইতাছে? এটা দেখেন অব্যশি অবশ্যি দেখে মডার্ন মানি মেকানিক্সহইলো বেসিক মানি ক্রিয়াশন টেকনিক যা ব্যাংকাররা ব্যবহার করে "ফ্রাকশনাল রিসার্ভ ব্যাংকিং"সিস্টেমে। নাম দেইখাই বুঝতাছেন- ব্যাংক এর কাছে ১০টাকা থাকলে সে আপনারে ৯০টাকা লোন দিতে পারবে, সেই লোনের মাখন মানে সূদও খাইতে পারবে। কি আরাম! আপনার কাছে ১০লিটার দুধ থাকলে আপনি ৯০লিটার দুধের ক্রীম খাইতে পারবেন? পরিষ্কার লেখা আসে-- Who Creates Money? Changes in the quantity of money may originate with actions of the Federal Reserve System (the central bank), depository institutions (principally commercial banks), or the public. The major control, however, rests with the central bank. এরমানে কমার্শিয়াল ব্যাংকারাই মানি/ডলার তৈয়ার করবেন! বাহ! এর ফলাফল দেখেন এই ছবিতে In debt we trust এইভাবে বায়বীয় ডলার তৈরী করলে--সেটা চালাইবো কেমনে? সহজ।

ঋন! সরকার ঋন নেয় ফেডারেল রিসার্ভের কাছে.....বিনিময়ে সরকার দেয় বন্ড--ফাকা প্রতিশ্রুতি, লায়াবিলিটি। যেটা ধরা যায় না, মাপা যায় না, খাওয়া যায় না। আর আমাগো ঋন নিতে হইবো হেগ কাছে। ডলার ফ্লো করলেই স্ট্রং হবে...আমরা হমু বান্দি! এবং বাংলাদেশ বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক...যা আগে ছেল পাকিস্তান ব্যাংকের পূর্ব পাকিস্তান ব্রাঞ্চ। ওয়েবসাইট থিকা কোট করলাম-- ১।

Monetary Policy Statement 14 January 2009 Because the Bangladesh economy has not faced large capital outflows or credit crunch in the ongoing global turmoil; there is no need for any blanket economy-wide stimulus. ২। NBR tax revenue collection during July-December, 2008 increased by 13.24 percent ৩। Gross foreign exchange reserves of the BB stood higher at US$5577.12 million as of end January, 2009 ৪। average rate of inflation decreased to 8.90 percent in December, 2008 তাইলে সমস্যাটা কনে হইলো? আমরাতো ইরাক আফগানে যুদ্ধ করি নাই...তাইলে আমাগো ট্যাকা গেল কই? আফসোসের কথা দেশের ও দুনিয়ার এমন খারাপ টাইমে যাদের কথা আমাগ শুনার কথা--ওইসব অর্থনীতিবিদরা এখন ব্যস্ত জঙ্গি প্রডাকশন রেট হিসাবে। দেশে নাকি এখন প্রতি বছর ১০লক্ষ জঙ্গি(অবশ্যি ইসলামিক) তৈরী হইবেক!আর ছিপিডি(ছেন্ট্রাল প্রপাগান্ডা ডিপো)তো আছেই ২ পায়ে খারায়া, আইএমএফ এর লোন নিয়া সারা জীবনের জন্য দেশটারে কয়েদ কইরা ফেলাইতে।

আপ্নে বিয়া করার আগেই, আপনার অনাগত শিশু সহ বিক্রি হয়া যাচ্ছেন! সারা জীবন যা কাজ করবেন- সব তাদের জন্য- যারা আমাদের মূল্যবান অর্থ সাহায্য দিয়া ধইন্যো করবেক। এখন দেশ দখল করতে যুদ্ধ করা লাগে না...কয়েকটা ইকোনমিক হিটম্যান , একটা ছিপিডি, একটা প্রথম কালো আর একখান মাল (মুহিত)ই যথেষ্ট! চলবেক আমার অন্যান্য লেখা- খুচা দ্যান ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!) কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া) একটি সম্পুরন সামাজিক, ননপলিটিক্যাল পুষ্ট! Conspiracy Theory: Part 2
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।