আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের বাঁধ প্রীতি ও রবীন্দ্র ভক্তি

পছন্দ নির্জন বাস, বই পড়া, গান শুনা, আবৃত্তি করা । পেশা দিন মজুর।

হাসান বৈদ্য আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে। পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। ......... রবীন্দ্র নাথ প্রায় ১০০ বছর আগ এই কবিতাটি লিখেছেন।

তাঁর সময়ের এই ‘ছোট নদী’গুলি আসলেই ছোট নদী ছিল। শাহাজাদ পুরের খন্দকারের জোলাই বলেন আর আত্রাই এর নাগর নদই বলেন রবীন্দ্র যুগে অভিন্ন বাংলার বড় বড় নদীর সাথে যুক্ত শাখা নদী, খাল এবং জোলার মোটামুটি এই দৃশ্যই ছিল; যেগুলি বর্ষায় ভরা যৌবন লাভ করে দুকুল ছাপায়ে খরতর ধারায় মেতে চলত, আর; শুষ্ক মৌসুমে হাটু পানি রূপ নিত। বর্তমানে ভারত বিনা বিচারে নিজ স্বার্থে যে কোন নদীর উপর বাঁধ দিচ্ছে। এই বাঁধ দিয়ে নিজের স্বার্থ হাসিলের পাশাপাশি বাংলাদেশকে মরুভূমি বানায়ে পঙ্গু করার মতলবে আছে। নদী এবং নদীর জল হিন্দু ধর্মের একটি পবিত্র বিষয় হিসাবে ধরা হয় ।

গঙ্গা সহ অন্য কিছু নদীকে তারা দেবী হিসাবে ও মা হিসাবে সম্বোধন করেন। আর আজ সেই দেবীরূপী নদীকে নিজ হাতে গলা টিপে হত্যা করছে। বর্তমানে ভারতের বাঁধ বাঁধ ষড়যন্ত্র খেলার কারনে বাংলা দেশের সব বড় নদীই শুকায়ে রবীন্দ্র নাথের ‘ছোট নদী’ হতে বসেছে। এটি কি ভারতের রবীন্দ্র প্রীতির নমুনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.