The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
প্যারিসের একটি জাদুঘর থেকে পাবলো পিকাসোর আঁকা ৩২ টি ছবির একটি স্কেচবুক চুরি গেছে৷ পুলিশ বলছে, খোয়া যাওয়া ছবির মূল্য ৮০ লাখ ইউরো বা এক কোটি ১০ লাখ মার্কিন ডলার৷প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত ন্যাশনাল পিকাসো মিউজিয়ামের দোতলায় অবস্থিত প্রদর্শনী কক্ষ থেকে চিত্রকর্মগুলি চুরি গেছে বলে মঙ্গলবার সকালে টের পান কর্মকর্তারা৷ পুলিশ জানাচ্ছে, ডাকাতির কোনো আলামত তারা পায়নি৷ জাদুঘরটিতে স্প্যানিশ এই শিল্পীর করা আড়াইশ চিত্রকর্ম, একশ ৬০ টি ভাস্কর্য ও দেড় হাজারের মতো ড্রয়িং রয়েছে৷
পুলিশের ধারণা, সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে৷ ১৭ শতকের পুরোনো ওই বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলেও মনে করছে তারা৷ চুরির ঘটনা ধরা পড়ার পর মঙ্গলবার জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, খোয়া যাওয়া মাঝারি আকারের স্কেচবুকটিতে ১৯১৭ থেকে ১৯২৪ সাল পর্যন্ত পিকাসোর চক রঙে আঁকা ড্রয়িং ছিল৷পেশাদাররাই ঘটনার হোতা বলে সন্দেহ তাদের৷
২০ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পীর শিল্পকর্মের বাজার মূল্য অনেক বেশি হওয়ায় সেগুলি চোরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে৷ এর আগে ২০০৭ ও ২০০৮ সালে প্যারিস ও ব্রাজিলের সাওপাওলো থেকে তাঁর শিল্পকর্ম চুরির ঘটনা ঘটে৷
স্প্যানিশ এই শিল্পীর জীবনকালের বহু বছর কেটেছে ফ্রান্সে৷ ১৯৭৩ সালে সেদেশেই তার মৃত্যু হয়৷
Garçon a la pipe, 1904
পাবলো পিকাসো এর ওপরের ছবিটির দাম ১০৪.১ মিলিয়ন মার্কিন ডলার। অবশ্য এইটা কিন্তু চুরি হওয়া ছবিটা না !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।