আমাদের কথা খুঁজে নিন

   

প্যারিসের পথে পথে(ছবি ব্লগ)

(( আমার প্রথম ফটোব্লগটি দেখতে চাইলে এইখানে ক্লিকান ) যারা প্যারিসে কখনো যাননি বা যাবার সৌভাগ্য হয়নি তাদের জন্য প্যারিস থেকে তোলা কিছু ছবি সেয়ার করলাম। দেখে নিন আসলে প্যারিস শহরটা দেখতে কেমন। কি কি বিখ্যাত স্থাপত্য রয়েছে। ছবির সাথে সাথে অল্প কিছু বর্ননাও দিয়ে দেবার চেষ্টা করব। যাতে বুজতে সুবিধা হয় কোনটা কোন যায়গা।

এ পর্যন্ত অবশ্য আমার দুবার প্যারিসে যাবার সৌভাগ্য হয়েছে। প্রথমবার বেশি ছবি তুলতে না পারলেও দ্বিতীয়বারের সফরে বেশ কিছু ভালো ছবি তুলতে পারি। যাই হোক এবার আমি ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই সপ্তম আর্শয্য আইফেল টাওয়ার দিয়ে শুরু করি। ১৯৮৯ সালে প্রথমবারের মত ওপেন হওয়া এই টাওয়ারটি ছিল সে সময়ের সর্বোচ্চ উচ্চতার স্থাপত্য।

এর উচ্চতা ৩২০মিঃ লম্বা যা কিনা ৮১তল বিল্ডিং এর সমান। এবার আপনাদের সাথে শেয়ার করব নটরডেম ক্যাথেড্রাল এর ভিতরের দুটি ছবি। যাই হোক অনেক তো স্থাপত্য দেখলেন এবার প্যারিসের রাস্তা ঘাটের একটা ছবি দেখাই। নিচে যে ছবিটি দিলাম সেটির নাম আর্ক ডি ট্রায়াম্প। বিখ্যাত একটি যায়গা।

এটা নটরডেম ক্যাথেড্রাল এর পাশে ছোট্ট একটি চার্চের মতন। এবার আমি প্রথমবার ফ্রান্স সফরকালে আমার আইফোন-৪ মোবাইল দিয়ে তোলা কিছু ছবি শেয়ার করব। সর্বশেষ ছবিটি হচ্ছে লুভরে মিউজিয়ামের যেখানে রাখা আছে বিখ্যাত মোনালিসার ছবির অরিজিনাল প্রিন্ট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.