অনেক বছর ধরে চীন সরকার দেশের কমবেশি ১৫ কোটি মাইগ্রেন্ট শ্রমিকের উপর ভিত্তি করে দেশের আর্থিক নীতিমালা সাজিয়েছে। এই মানুষগুলোর বেশিরভাগ দেশের গ্রাম এলাকা থেকে ক্রমবর্ধিষ্ণু শহরগুলোর বস্তিতে আবাস গড়ে তুলেছে। কিন্তু অলিম্পিকসের সঙ্গে সম্পর্কযুক্ত নির্মাণশিল্পভিত্তিক উন্নয়ন কর্মকান্ড শেষ হওয়া এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের প্রভাবে কয়েক কোটি মাইগ্রেন্ট শ্রমিক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে পড়ে ও তারা অব্যাহত অর্থনৈতিক সমৃদ্ধির অঙ্গীকার ছাড়াই গ্রামে ফিরে যায়। মাইগ্রেন্ট শ্রমিক হিসেবে শহরে বসবাসের কারণে তারা চীনের ক্রমবর্ধমান স্বচ্ছল শহুরে মধ্যবিত্তের সঙ্গে তাদের জীবনযাপনের কতোটা ভিন্নতা সেটি ইতোমধ্যে জেনেছে। এভাবে সমাজের ধনী ও গরিবের মধ্যে এবং শহর ও গ্রামের মধ্যেকার বৈষম্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি হওয়ায় পুরো দেশজুড়ে এক ধরনের সামাজিক উত্তেজনা/অস্থিরতা তৈরি হয়েছে, যা চীন জুড়ে হাজার হাজার মানুষকে বিক্ষোভ প্রদর্শনে উদ্বুদ্ধ করছে।
আরো পড়ুন: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।