আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে রায়সহ মৃত্যুদণ্ডের সব আদেশ বাতিলের আহবান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার সাকা চৌধুরীর রায়ের পর সংস্থার বাংলাদেশ গবেষক আব্বাস ফয়েজ এক বিবৃতিতে বলেন, 'স্বাধীনতা যুদ্ধকালে ভয়াবহ নির্যাতনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায়। তবে মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়। কেনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্য দিয়ে একই ধরনের অন্য একটি ঘটনার ক্ষতিপূরণ হয় না। ' তিনি বলেন, 'সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অন্যদের মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাহার করা উচিত।
মৃত্যুদণ্ড নিষ্ঠুরতা ও অমানবিক শাস্তি। তা ন্যায়বিচারের একটি উপায় হতে পারে না। ' আব্বাস ফয়েজ বলেন, 'স্বচ্ছ বিচারের স্বার্থে এবং মৃত্যুদণ্ডের পুনরাবৃত্তি এড়াতে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিবেচনার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ছাড়া মৃত্যুদণ্ড বাতিলের প্রথম ধাপ হিসেবে বাংলাদেশ সরকারকে তা বাস্তবায়নের ওপর স্থগিতাদেশ দিতে হবে। ' অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব ধরনের অপরাধের ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিরোধী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক এ মানবাধিকার সংস্থাটি এর আগেও ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর মোট সাতটি মামলার রায় হয়েছে। সাকা চৌধুরীসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডের আদেশ পাওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।