সব বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী একজন উদার মনের মানুষ।
ব্ল্যাক বক্স কিভাবে কাজ করে
উড়োজাহাজের ব্ল্যাক বক্সের নাম আমরা সবাই শুনেছি। বিশেষ করে যখন কোন বিমান বিধ্বস্ত হয় তখন বিমানটির দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য উক্ত বিমানের ব্ল্যাক বক্স খুবই গুরুত্বপূর্ণ। বিমান পরিবহন ব্যবস্থায় বিমানের উড্ডয়ন কালের যাবতীয় তথ্য রেকর্ডের ডিভাইস হচ্ছে flight data recorder এবং উড্ডয়ন কালে ককপিটের সব রকম কথাবার্তা ও শব্দ রেকর্ডের ডিভাইস হচ্ছে cockpit voice recorder। এই ডিভাইসগুলোর আরেক নাম ব্ল্যাক বক্স।
এই ব্ল্যাক বক্সগুলো সাধারণত লাল অথবা কমলা রংয়ের হয়। যাতে বিধ্বস্ত বিমানের ধংশাবশেষ থেকে বক্সগুলোকে সহজে সনাক্ত করা যায়। বিজ্ঞান প্রযুক্তিতে black box একটি টেকনিক্যাল টার্ম, যার থেকে এই নামকরণ। ব্ল্যাক বক্সগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যে উচ্চমাত্রার তাপ ও চাপ এর কোন ক্ষতি করতে পারে না।
ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার্) acceleration, airspeed, altitude, flap settings, outside temperature, cabin temperature and pressure, engine performance সহ প্রায় ১০০ ধরনের তথ্য রেকর্ড করে।
ককপিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মাইক্রোফোন বসানো থাকে যেগুলোর মাধ্যমে সব ধরনের শব্দ ব্ল্যাক বক্সে (cockpit voice recorder) রেকর্ড হয়।
আইলেরন কিভাবে কাজ করে
আইলেরন (Aileron) উড়োজাহাজের পাখার কব্জা দ্বারা সংযুক্ত পেছনের অংশ। এই অংশগুলো উপরে ও নিচের দিকে নাড়ানো যায়। উড়োজাহাজের পার্শ্বিক অথবা গড়ানো নিয়ন্ত্রণ ভ্রামক অর্জনের জন্য উভয় পার্শ্বে ভিন্ন ভিন্ন ভাবে এগুলোকে নাড়ানো হয়। এছাড়া উড়োজাহাজের ল্যান্ডিংয়ের সময় গতি কমানোর জন্য ও টেক আপের সময় উপরের দিকে চাপ সৃষ্টি করতে আইলেরনকে কাজে লাগানো হয়।
আইলেরনের কৌণিক অবস্থান ফ্লাইট কন্ট্রোল সিস্টেম-এর মাধ্যমে পাইলট কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে।
ধরা যাক, একটি উড়ন্ত বিমানের পাইলট কোন কারণে বিমানটিকে ডান দিকে কাত করবে। এটি কিভাবে হবে তা উপরের ছবিতে লক্ষ্য করুন। ডান পাকার আইলেরনটি উপরের দিকে বেঁকে গেছে আর বাম পাকার আইলেরনটি নিচের দিকে বেঁকে গেছে। অর্থাৎ উড়ন্ত অবস্থায় বাতাস বিমানটির ডান পাকার আইলেরনটির সাথে ধাক্কা খেয়ে পাখাটির উপর নিচের দিকে চাপ দিচ্ছে।
আবার একই সময়ে বাতাস বিমানটির বাম পাকার আইলেরনটির সাথে ধাক্কা খেয়ে পাখাটিতে উপরের দিকে চাপ দিচ্ছে। ফলাফল বিমানটি ডান দিকে সামান্য কাত হয়ে যাবে।
-----------------------------------------------------------------
তথ্যসুত্র : ইন্টারনেট, বিজ্ঞান বিশ্বকোষ, HowStuffWorks
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।