প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ সম্পর্কে দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন করছে মালয়েশীয় কর্তৃপক্ষ। কুয়ালালামপুরে দেশটির ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী মিশহামুদ্দিন হুসাইন সংবাদ সম্মেলনে বলেন, উড়োজাহাজের ধ্বংসাবশেষ সদৃশ যেসব সম্ভাব্য বস্তুর সন্ধান আমরা পাচ্ছি সেখানে আমরা অনুসন্ধান চালাব। নতুন করে যে অনুসন্ধান এলাকা আমরা চিহ্নিত করেছি তা আয়তনে যুক্তরাজ্যের চেয়েও বড়।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, উপগ্রহ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে, উড়োজাহাজটির সবশেষ অবস্থান ছিলো ভারত মহাসাগরের পার্থ এলাকায়ই।
তিনি বলেন, আমি এসব কথা বলছি ভারত সাগরে ধ্বংসাবশেষ ভেসে থাকতে দেখা গেছে এমন তথ্যের ভিত্তিতে নয়, বরং ইনমারস্যাট যে তথ্য দিয়েছে তার ভিত্তিতে।
ব্রিটিশ স্যাটেলাইট প্রোভাইডার ইনমারসেট ও যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থার (এএআইবি) উদ্ধৃতি দিয়ে ঘটনার প্রায় ১৬ দিন পর নাজিব রাজাক বলেন, লন্ডনভিত্তিক স্যাটেলাইট কোম্পানি আধুনিক সরঞ্জাম ব্যবহার করে উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান নিশ্চিত করেছেন। উড়োজাহাজটি আটঘণ্টা আকাশে ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।