সম্প্র্রতি যুক্তরাজ্যে ৩০০ ফিট দৈর্ঘের বিশ্বের সবচেয়ে বড় প্লেন ‘দ্য এয়ারল্যান্ডার’ প্রদর্শন করেছেন নির্মাতারা। নির্মাতাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, হিলিয়াম গ্যাসভর্তি জেপলিনের মতো বিশাল আকৃতির এয়াল্যান্ডার আনুষ্ঠানিকভাবে আকাশে উড়বে ২০১৫ সালের শুরুতে।
উড়োজাহাজটি তৈরিতে অর্থসহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এটি তৈরি করা হয়েছে ইংল্যান্ডে।
২০১২ সালের অগাস্টে যুক্তরাষ্ট্রের ম্যাকগুয়্যার এয়াফোর্সের তত্ত্বাবধানে লেইকহার্সট, নিউ জার্সিতে প্লেনটি দিয়ে একটি ফ্লাইট পরিচালনা করা হয়।
ব্রিটিশ প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিক্যালস প্লেনটি কিনে পুনরায় কাজ শুরু করে। যদিও যুক্তরাজ্যের আকাশে এক শতাব্দী আগে জেপলিন আকৃতির প্লেন উড়ত।
প্লেনটি দুই হাজার ৭০০ পাউন্ড ওজনের পণ্য বহন করতে পারবে। ছোট ফ্লাইটে এটি ৫ টন পর্যন্ত ভারী মালামাল বহন করতে পারবে বলে জানিয়েছে বিবিসি।
২০১৫ সালের শুরুতে যাত্রী ও কার্গো পরিবহনে এয়ারল্যান্ডার প্লেনটির ব্যবহার শুরু হবে।
দ্য এয়ারল্যান্ডার বর্তমানে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে বড় প্লেন রাশিয়ান-ইউক্রেইনিয়ান কার্গো প্লেন ‘এনটোনভ ম্রিয়া’-এর চেয়ে দৈর্ঘ্যে অন্তত ২৪ ফিট বড়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।