আমি সত্য জানতে চাই
রাইট ভ্রাতৃদ্বয় ,অরভিল রাইট এবং উইলবার রাইট দু'জন মার্কিন প্রকৌশলী। দুনিয়ার সবাই তাঁদের নাম জানে উড়োজাহাজ তৈরীর জনক হিসেবে। মানুষের পাখি হয়ে আকাশে উড়বার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছিলেন ওরা দু'ভাই। জার্মানির ওট্রো লিলিয়েন্থালের লেখা পড়ে তাঁরা উড্ডয়ন কৌশলের প্রতি আগ্রহী হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রর ওহিওর ডেটনে ছিলো তাঁদের ছাপাখানা আর বাইসাইকেল মেরামতের দোকান।
ছাপাখানার যন্ত্র আর বাইসাইকেল মেরামতের দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা তৈরী করলেন নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চাইতে ভারি সুস্থিত মানুষ-বহনযোগ্য নিজস্ব উড়ার যন্ত্র, উড়োজাহাজ ।
তাঁরা ১৯০৩ সালের আজকের দিনে সর্ব প্রথম সাফল্যের সাথে তাদের নির্মিত উড়োজাহাজের সফল উড্ডায়ন ঘটান। আর ওতেই সম্পন্ন হলো পৃথিবীর প্রথম মনুষ্য নিয়ন্ত্রিত আকাশযানের সফল পরীক্ষা। আর উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় এই দুই ভাইকে। পরবর্তী দু'বছর তাঁরা তাদের উড়ন-যন্ত্রটিকে অনড়-পাখাবিশিষ্ট উড়োজাহাজে রূপান্তরিত করেন।
পরীক্ষামূলক বিমানপোত নির্মাণে সর্বপ্রথম না হলেও, তাঁদের আবিষ্কৃত উড়োজাহাজ নিয়ন্ত্রকের সাহায্যেই প্রথম অনড়-পাখাবিশিষ্ট উড়োজাহাজ নির্মাণ সম্ভবপর হয়।
উড়োজাহাজ নির্মানের কারিগর রাইট ভ্রাতৃদ্বয়ের জন্য গভীর শ্রদ্ধা।
সূত্রঃ
১। বিশ্বতারিখ অভিধন, মাহবুবুল হক
২। শতবছরের কথা, আহমেদ ফারুক হাসান
৩।
ছবি, ইণ্টারনেট থেকে প্রাপ্ত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।