কেউ নেই তাই একলা ভাবি দিন দিন অপদার্থর বাসা হচ্ছি চাইনা সুখ , চাইনা ভালোবাসা সুধু চাই ব্যার্থ আশা তারি মধ্যে কখন যেন পায়ের তলার টিক্ টিকি কোমর এ উঠে দিচ্ছে সুরসুরি বেশ আরাম ,বেশ আরাম। বঙ্গ দেশ এর সভ্য সমাজ ছোটো কাপড় এই দিচ্ছে আওয়াজ বকছে ভাট ,গাইছে র্যাপ সব শুনি ,সব শুনি কি করে জানি বাধলো আমায় ঘরের ভেতর ইট এর সারি। বেচেঁ গেছি বরাতজোর ঘুলঘুলিটার পেট ফাটা লিখতে গিয়ে এক পাতা কলম ভাঙি পাঁচ ছটা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।