আমাদের কথা খুঁজে নিন

   

"হারিয়ে যায়নি ছোটো শাপলা"



আমাদের জাতীয় ফুল শাপলা। কিন্তু সবচে ছোটো আকৃতির শাপলা এখন প্রায় বিলুপ্ত পথেই। পৃথিবীর সবচে ছোটো প্রজাতির শাপলাও বিলুপ্ত হয়ে গেছে বলে বিজ্ঞানীরা জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি জানা গেছে, বৃটেনে এখনও টিকে আছে এটি । বৃটেনের রয়্যাল বোটানিক গার্ডেন ‘কিউ’-এর একজন বিজ্ঞানী সবচে ছোটো প্রজাতির শাপলাকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছেন।

খবর ডেইলি মেইলের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সবচে ছোটো আকৃতির এই শাপলা প্রজাতির ফুল চিরতরে হারিয়ে যাবার হাত থেকে রক্ষার জন্য কাজ করছেন হর্টিকালচারবিদ এবং উদ্ভিদবিজ্ঞানী কার্লোস ম্যাগডালেনা। তিনি রুয়ান্ডায় তার নিজের বাড়িতে চাষ করেছেন ছোটো এ ফুলের। উল্লেখ্য, এই শাপলার নাম ‘থার্মাল’। ঘুসঢ়যধবধ ঃযবৎসধৎঁস এটির বৈজ্ঞানিক নাম।

১৯৮৫ সালে এ ফুল আবিষ্কার করেছিলেন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ইবারহার্ড ফিশের। তিনি কোবলেনজ-লান্দাও ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। পৃথিবীর সবেচে বড়ো প্রজাতির শাপলা ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত বড়ো হতে পারে। কিন্তু সাদা পাপড়ির মধ্যে বাটার ইয়োলো রঙের এই শাপলার আকৃতি এক সেন্টিমিটার মাত্র। জানা গেছে, দুই বছর আগেই এ প্রজাতির শাপলা বিলুপ্ত হয়ে গেছে বলে ধরা হয়েছিলো।

কিন্তু কার্লোস ম্যাগডালেনার কাছে সংরক্ষিত ছিলো কিছু বীজ। কিন্তু কোন সময় এটি লাগানোর আদর্শ পরিবেশ পাওয়া যাবে তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত রুয়ান্ডায় নিজ বাড়িতে এক বসন্তে লাগিয়েছিলেন পৃথিবীর সবচে ক্ষুদ্রাকৃতির এই শাপলার বীজ, আজ তা থেকেই জন্ম নিয়ে বেড়ে উঠেছে গাছ। জানা গেছে, রুয়ান্ডার বসন্তেই আবারো ফুল ফুটবে তাতে। সূত্র ঃ Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.