আমাদের কথা খুঁজে নিন

   

বিশিষ্ট চলচিত্র পরিচালক ও অভিনেতা সুভাস দত্ত মৃত্যুশয্যায়............

আমি লিখতে চাই...................

প্রতি দিন যত গুলো জাতিয় দৈনিক বের হয় সব কটি আমাকে অনেক সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। গত পরশু দিনের (০৭-৬-০৯) ইত্তেফাকের শেষের পাতায় একটা বক্স করা ছবি ও তার নিচের লেখায় আমার দৃষ্টি আটকে গেলো। একটা গড়ি দাড়িয়ে আছে আর বিশিষ্ট চলচিত্র পরিচালক ও অভিনেতা সুভাস দত্ত সেই গাড়িটিতে লিফলেট দিচ্ছেন। নীচে ক্যাপশন লেখাঃ ‘‘নগরীরর শব্দ দুষন ক্রমেই বেড়ে চলছে। কিন্তু শব্দ দুষণ রোধের কার্যকর কোন উদ্যোগ নেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী কতৃপক্ষের।

-------------------------- এমনি এক পরিস্থিতিতে নগরবাসিকে শব্দদুষণের যাতনা থেকে মুক্তি দিতে নিচ উদ্যগে রাস্তায় নেমেছেন বিশিষ্ট অভিনেতা ও চিত্র পরিচালক সুভাস দত্ত। গাড়ি চালকদের কাছে নিজ হাতে তিনি বিতরণ করছেন হর্ন আস্তে অনুরোধ সম্বলিত লিফলেট। ---------- এই প্রচারনা চলবে আরো কিছুদিন। ’’ কাজটি তিনি করেছেন বুধবারে। আর গত কাল অর্থাৎ ০৮-৬-০৯ তারিখ সকালের দিকে আমার এক কলিগ ফোন করে আমাকে জানান যে গত রাতে (০৭-৬-০৯) সুভাস দত্ত আমাদের ল্যাবএইড কার্ডিয়াকে একটা বড় ধরনের হার্ডএ্যাটাক নিয়ে ভর্তি হয়েছেন।

তার অবস্থা মোটেই ভালো না। খবরটা শুনে খুব খারাপ লাগল। ছূটে গেলাম সিসিইউতে (করোণারি কেয়ার ইউনিট)। গিয়ে দেখি হাজারো চিকিৎসার যন্ত্রপাতি তার শরীরের বিভিন্ন যায়গায় লাগানো আছে। আর শুয়ে আছেন নিস্তেজ আমাদের প্রিয়ো সুভাস দা, কারো কারো প্রিয়ো পটলা।

পাশেই দাড়ানো কর্তব্য রত কার্ডিওলজিষ্ট। তার কাছে জানতে চাইলাম কেমন আছেন দাদা। তিনি জানালেন অবস্থা মোটেই ভালো নয়। তিনি এখনও বিপদ মুক্ত নন। কিছুক্ষন পরে আবার গেলাম।

তখন ডাক্তার জানালেন অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে আরো একটা দিন না গেলে কিছূই বলা যাবে না। পার হলো একটা রাত। সকালে এসেই আবার ছুটে গেলাম সিসিইউতে। এবার ডাক্তার জানালেন তিনি অনেক ভালো আছেন তাবে শংকা মুক্ত নন।

তবে আমরা এখন ভালো কিছু আশা করতে পারি। যারা লেখাটা পড়বেন তাদের সকলের কাছে অনুরোধ রইলো সুভাস দা’র জন্য প্রান ভরে দোয়া করবেন। তিনি যেনো আমাদের মাঝে আরো অনেক দিন থাকতে পারেন। কারণ এদেশে সুভাস দত্তদের খুব দরকার। তিনি যেন আরো ভালো ভালো কাজ চালিয়ে যেতে পারেন।

সে হোক বিনোদনের কিংবা সমাজ উন্নয়নের। তুমি জেগে ওঠ সুভাস দা, তোমাকে বাংলাদেশ আরো অনেক দিন চায়। সেই প্রচানরা নাকি আরো কিছুুদি চালাবে তুমি? এখন থেমে গেলে আমরা চালাব কি করে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.