পরিবেশ রক্ষায় ঢাকার চারপাশের নদী পাড়ের স্থাপনাসহ সব ধরনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বললেন, যেকোনো মূল্যে পরিবেশ বাঁচাতে হবে।
বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় এলজিআরডি মন্ত্রী বলেন, বিএনপি সরকার ঢাকার পরিবেশ নষ্ট করে গেছে। তবে বর্তমান সরকার ঢাকার পরিবেশ আবারো ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ নেতা এম আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বেগম মতিয়া চৌধুরী, সৈয়দা সাজেদা চৌধুরী, ড. হাসান মাহমুদ এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।