একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
নয়া টিউশনি পাইলাম এই মাসে একটা। ক্লাস টু। এমনিতেই ওয়ান-টুর পোলাপান পড়ানো ভেজাল। কিন্তু "মনমত" টাকা দিবে বইলা রাজি হইয়া গেলাম। তাছাড়া আমার একটা ডিজিটাল ক্যামেরা কিনা লাগবো, ক্যামেরার টাকা উইঠা গেলেই পোলার বাসার রাস্তা ভুইলা যামু।
তো প্রথমদিন গেলাম। আবজাব অংক করাইয়া ইংলিশ বই নিলাম। কইলাম জোরে জোরে রিডিং পড় আমি শুনতাম চাই। এরপর আমি মুবাইলটা বাইর কইরা মেইল চেক করতে লাগলাম।
এমন সময় পোলা আমারে কয়,
> PUT মানে কি?
>> PUT মানে রাখা।
যেমন, Put the book on the table, মানে বইটা টেবিলে রাখো।
> তাহলে চাবিটা টেবিলে রাখো কি হবে?
>> Put the key on the table
> না না, রাখো চাবিটা কি হবে?
>> Put the key, The থাকলে টি হবে।
> উহু, টি বাদ দিয়ে..............শুধু রাখো চাবি........
>> Put Key
এইটা মুখ দিয়া বাইর কইরা আমি খাড়া চুপ হইয়া ভাবতে লাগলাম আসলে কি ঘটছে। আর পোলা দেখি চেয়ার থেইকা মাটিতে পইড়া গড়াগড়ি দিয়া হাসতাছে। আমি ততক্ষনে নিজেকে সামলাইয়া পোলারে ধমক দিয়া আবার পড়তে বসাইলাম।
কিছুক্ষণ পর ভেবে দেখলাম এরকম ফাইজলামি আমরা ছোটোবেলায় বন্ধুদের সাথে কত করতাম! একজন আরেকজনকে বোকা বানিয়ে যে কি মজা পাইতাম!! যেমন,
> বলতো, "আমি হই কিন্তু দুই" এটার ইংলিশ কি?
>> I Am but two
> সাবধান, তোকে যা বল্লাম সেই কথাগুলা কিন্তু কাউকে বলিস না.।
>> ওকে, আমি COW কে বলবো না কিন্তু সবাইকে বলে দিবো।
> বলতো নাপিত ইংলিশ কি?
>> পারি না...........
> আমি তোকে BARBAR বলে দিতেছি তাও পারতেছিস না?
>> না
> তুই কি বদ?
>> না, আমি বদ-না
হায়রে সেসব দিন!! এখন ভারসিটি লাইফ সেরকম প্র্যাকটিকাল। এই টাইপের কথা কইলে নগদে ফ্রেন্ড সার্কেল থেকে ব্যান কইরা দিবো। মাঝে মাঝে মন চায় আগের সেই স্কুল লাইফে চইলা যাই।
সকালে ঘুম ঠেকে উঠে ক্লাস, টিফিন, ছুটির পড় আইসক্রিম খাইতে খাইতে বাসায় আইসা দুপুরে খাইয়া ঘুম, এরপর বিকালে উইঠা মাঠে খেলা, সন্ধ্যায় আইসা টিভি দেখা, অফিস থেকে বাপ আসলে লগে লগে টিভি বন্ধ কইরা বই নিয়া বসা...এরপর আব্বা আম্মার লগে রাতে একলগে খাইয়া আবারো টিভি দেইখা ঘুম, ঘুম থেকে উইঠা.....
আসলেই দিনগুলা খুব বেশি মিস করি
*** শিরোনাম চিকনমিয়ার কোনো একটা কমেন্ট হতে ধার করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।