আমাদের কথা খুঁজে নিন

   

পুলাপান বয়সের স্মৃতি আর চিকনা ঈদের চাঁদ : মন চাইলে আসেন বাজি ধরি

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

ছোটকালে মানে স্কুলে পড়ার বয়সে আমরা বন্ধুরা মিলে রোজার শেষদিকে এসে বাজি ধরতাম, এবারের ঈদ ২৯ রোজায় হবে, নাকি ৩০ রোজায় হবে। বাজিতে যেই হারুক কিংবা জিতুক, সবাই মিলে ছাদে উঠে 'তারাবাত্তি' জ্বালাতাম। আমি একটা কৌশল জানতাম, সেটা হলো গতবার ২৯ রোজা হলে এবার হবে ৩০ রোজা, আর সামনেরবার আবার ২৯ রোজা। তো একবার, খুব সম্ভবত ৯৮ সালে খাইলাম ধরা, বিটিভিতে রাত ১১ টার খবরে বলল চাঁদ দেখা গেছে, দৌড় টেইলারের দোকানে, এখনো যে পান্জাবী বানানো হয় নাই, সকালে মসজিদে নামায পড়তে যাবো কি পুরানো পান্জাবী পড়ে? অসম্ভব। আগে শুনতাম ঈদের খুশি শুধু বড়দের জন্য, ভাবতাম ভুল, আমার সারাজীবন ঈদের সময় খুশি লাগবে। কিন্তু এখন দেখছি হায়, কোথায় ঈদের খুশি? যাহ শালা , বড়ই হয়ে গেলাম বুঝি! থাক, তারচে আসেন কার কার মন চায় বাজি ধরি, এবার কয়টা রোজা হবে, ২৯ টা নাকি ৩০ টা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.