Good
জলকেলি
আজ তোমাকে মধ্যরাতে জলেই নেবো
জলকেলিতে উষ্ঞ কিছু সময় দেবো
চাতক পাখির প্রহর গোনা সময় দেবো
কালো পালক পাখিগুলো খোপায় তোমার খুঁজে দেবো
মধ্যরাতের স্বপ্নগুলো বুকে তোমার রুয়ে দেবো
ডাগর চোখে পাপড়ি কিছু একেঁ দেবো
আজ তোমাকে মধ্য রাতে জলেই নেবো
আজকে তুমি উথাল পাথাল নদী হবে
আজকে তুমি পাপড়ি মেলা পুষ্প হবে
ইলিক ঝিলিক মধ্যরাতের আকাশ হবে
আঁধার মনে জোনাকপোকার আলো হবে
শিউলি ফুলের মাতাল করা গন্ধ দেবো
নিথর ঝিলের মাতালকরা গন্ধ দেবো
আজকে ঝিলে তোমায় কিছু সময় দেবো
জলকেলিতে মধ্যরাতে জলেই নেবো।
আজকে আমি সবুজ মাঠে মত্তমাতাল চাষি হবো
উথল গাঙে রোমশ বুকের মাঝি হবো
আজকে আমি ক্ষিপ্রগতির ঘোড়া হবো
ঘোড়ায় চড়ে আজকে তোমার জলে নেবো
জলকেলিতে আজকে তোমার সময় দেবো।
অতলান্ত মনের গভীরতা
মনেরও গহীনতা আছে ভাবিনি কখনো
শুধু ভেবেছি অতলান্ত গভীরতা
মনের গহীনে মন হারিয়ে যায় বারবার
কখনো কেউ রাখে না খোঁজ
সবুজের সাথে হয় না মাখামাখি,
মন হয় নীল প্রজাপতি
একবার এসো প্রেয়সী
আমরা নীল প্রজাপতি ধরার প্রতিযোগিতা করি গোলাপের বনে
গোধূলির সূর্যকে আসতে দেখেছি পাতার ফাঁকে ফাঁকে
আমার মন ছুটে যায় গোধূলি রঙে সাঁতার কাটতে
কোন মনে আনমনে ডালিয়া তুলে নিয়েছো নিজের খোপায়?
তোমার মনেও বুঝি ধরেছে রঙ
তাহলে চলো ঝর্ণার কাছে যাই
...বুনোলতায় পা জড়িয়ে পড়ে গেলে
এই ধরো অনভ্যস্ত হাত
তোমার কোমল স্পর্শে আমাকে অভ্যস্ত করে তোল
আমার চারপাশে কোন মনে গাইছে বুনো পাখিরা
হায় মন এখনো জানা হল না তোমার অতলান্ত গভীরতা।
ঢেউয়ের করাত
হৃদয়ের উষ্ণতা দেখাতে চাই না তোমাকে
শুধু পেরিয়ে যাও অনুভবের দরোজা
এই দেখো খুলে রেখেছি হৃদয় কপাট
হৃদয়ের পরতে ছড়ানো পদছাপ চিনে নাও
বাতাসের বুক চিরে টেনে নাও অবিরাম নিশ্বাস
সংলাপ তুলে রাখো আজ
চোখের ভাষা খোঁজো দৃষ্টির প্রখরতায়।
তোমার আনত দৃষ্টি
হৃদয়ের গলিতে সাঁতার কাটে অবিরত
ঠিকানাহীন বন্দরে ফেলে না নোঙর
মাঝ গাঙে ছিঁড়ে যায় সাহসের পাল
ঢেউ কেটে তবু যায় গন্তব্যের পথে
মাঝিও কখনও চাষি হয়ে যায়
কেটে নেয় সময়কে ঢেউয়ের করাত
আতসী সময় ফুরোয় না কখনও
বিম্বিত হৃদয় খুঁজে পায় হৃদয়ের সন্ধান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।