আমাদের কথা খুঁজে নিন

   

কাজী নজরুল ইসলামের দুটি কবিতা

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

১.আমি যদি বাবা হতাম/ বাবা হত খোকা। আমি যদি বাবা হতুম, বাবা হত খোকা, না হলে তার নামতা, মারতাম মাথায় টোকা।

। রোজ যদি হত রবিবার ! কি মজাটাই হত যে আমার ! কেবল ছুটি ! থাকত নাক নামতা লেখা জোকা ! থাকত না কো যুক্ত অক্ষর, অংকে ধরত পোকা । । ২.নবার নামতা পাঠ একেককে এক-- বাবা কোথায়, দেখ ! দুয়েককে দুই-- নেইক? একটু শুই ! তিনেককে তিন-- উহুহু ! গেছি ! -আলপিন ! চারেককে চার-- ঐ ঘরে আচার ! পাঁচেককে পাঁচ-- হুই দেখ কুলের গাছ। ছয়েককে ছয়-- বাবা গুড বয় ! সাতেককে সাত-- পন্ডিত মশাই কাত ! আটেককে আট-- আমি বড় লাট ! নয়েককে নয়-- আর একটু গয়।

দশেককে দশ-- বাবা আপিস ! ব্যস ! কাজী নজরুল ইসলামের কবিতা দুটি পড়ে অনেক ভাল লাগল তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.