আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া: হারাইয়া পাইলাম

...

নীচের ভিডিওটি ইউটিউবের সর্বপ্রথম আপলোডকৃত ভিডিও। দেখুন ইউটিউবের অন্যতম স্রষ্টা জাভেদ করিমকে। যে একজন বাংলাদেশি'র ছেলে! চেয়ে দেখো এদেশেও সেই ছেলে আছে সর্বদা কীর্তিমান যারা দেশে ও বিদেশে। ভাষার শহীদ যারা এদেশের সন্তান বাংলা কথা বলা তাদেরই অবদান। এদেশেরই ছেলেরা যে করেছে মুক্তিযুদ্ধ পাক সেনাদের থেকে করেছে অনিরুদ্ধ।

youtube কী জিনিষ তা জানি সব্বাই jawed তার স্রষ্টা সবারে জানাই paypal আর ebay তেও আছে অবদান বাবা তার বাংলাদেশি, মা জার্মান। আরেক ছেলে ছিলো ক্ষুদে বিস্ময় মিশো তাহার নাম জানো নিশ্চয়? নামকরা সোস্যাল সাইট pageflakes আছে, আল জাবির মিশো এর প্রতিষ্ঠা দিয়াছে। আরেক পাইওনিয়ার ছিলেন এফ আর খান শিকাগো, সিয়ার্স টাওয়ার তারই নির্মাণ। আরো আরো শত শত আছে যে এমন কথা কম বলে কেবল করেছে সৃজন। ফাঁকা ফাঁকা বুলি মারে যে নেতারা এসো সব একসাথে করি দেশছাড়া।

[২০০৮/১১/০৯ ১৯: ২১:০৮ এ প্রথম আলো ব্লগে তাৎক্ষণিকভাবে লিখিত, তবে এটিই আমার এই তারিখ পর্যন্ত লেখা দ্বিতীয় ছড়া ] [ ছড়াটি অনেকেই হয়তো পড়ে ফেলেছেন কিনতু কী করে এটি মুছে গিয়েছিলো সামু থেকে তা বুঝতে পারছিনা, পোস্ট অটোড্রাফট আর ভার্শনিংটা ভালো মতো ইম্প্লিমেন্টেড না মনে হয়! ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।