ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একধাপ ।
গতকাল ১লা জুন মন্ত্রীসভার সিদ্বান্তে আগামী ১৯সে জুন থেকে ঘড়ির কাটা একঘন্টা এগিয়ে আনার সংবাদ শুনে মনে মনে হাসি পেল । আমাদের বাংলাদেশ এখন এনালগ বলেই এত সহজে একটা সিদ্বান্ত নেওয়া সম্ভব হয়েছে । সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এত অল্পসময়ের মধ্যে তা বাস্তবায়ন করার সিদ্বান্ত । দিনের সময় পরিবর্তন করে যদি বিদ্যুত সমস্যার সমাধান কিছুটা হলেও সমাধান করা যায় তো ভালই ।
জাপানে এই ভাবে সময় এগিয়ে দেওয়ার কথা শুনছি বেশ ক বছর ধরে । কিন্তূ এখনো সিদ্বান্তে আসতে পারেনি । কারন সময়ের এগিয়ে দেওয়ার কারনে যে সমস্যা গুলো হবে তার সমাধান করতে বিপুল অর্থের প্রয়োজন হবে । আমরা কত তাড়াতাড়ি সিদ্বান্ত নিতে পারি । ডিজিটাল বাংলাদেশের পথে একপা ।
কিন্তু এই একঘন্টা ১৯ শে জুন থেকে শুরু হবে কতদিন চলবে কেউ জানে না । আমাদের দেশে শীতকালে সুর্যোদয়ের সময় সকাল ৭টা হলে ভেবে দেখুন কি হতে পারে একঘন্টা এগিয়ে আনলে । আরো সমস্যা আছে !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।