আমাদের কথা খুঁজে নিন

   

আবার গ্রেফতার হয়েছে রিয়েল লাইফ স্পাইডারম্যান রবার্ট!

বন্ধুদের নিয়ে বাঁচি
মঙ্গলবার সকালে আবার গ্রেফতার হয়েছে সিডনির স্পাইডারম্যান বলে পরিচিত এ্যালান রবার্ট। সকালে হঠাৎ করেই সে তরতরিয়ে দেয়াল বেয়ে ৪১ তলা বিশিষ্ট সিডনির সুউচ্চ আরবিএস ভবনের শীর্ষে উঠতে শুরু করে দেয়। খবর পেয়ে আট মিনিটের মধ্যে অকুস’লে পৌঁছে যায় পুলিশ। বানিজ্যিক নগরীর ব্যস্ততম বেন্ট স্ট্রিটের ফিলিপ-ম্যাকুয়ারি স্ট্রিটের অন্তত দু’শ মানুষ অভাবনীয় ঘটনাটি আগ্রহ নিয়ে দেখেছেন। যে কোন ধরনের দূর্ঘটনার ঝুঁকি এড়াতে কিছু সড়কে যান চলাচল বন্ধ সহ নানা সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয় পুলিশকে।

তৈরি ছিল ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্সের লোকজন। রবার্ট আরবিসি ভবনের শীর্ষে পৌঁছলে উৎফুল্ল জনতা করতালি দিয়ে তাকে অভিনন্দিত করে। এভারেষ্ট বিজয়ীর মতো হাত নেড়ে জনতার অভিবাদনের জবাবও দেয় রবার্ট। এরপর ভবনের নিচের দিকে নামতে নামতে নিজের মোবাইল ফোনটাও পরীক্ষা করে দেখে তাতে কোন ম্যাসেজ বা কল জমা পড়েছে কিনা। আর তার নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে অপেক্ষমান পুলিশের সদস্যরা কর্ডন করে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এরজন্যে অপেক্ষমান সাংবাদিক বা অন্য কেউ তার সঙ্গে কথা বলতে পারেননি। এমন কিছুর জন্যে যেন আগে থেকেই তৈরি ছিল রবার্ট। তাই পুলিশের গাড়িতে উঠতে কোন রকম সংকোচ দেখায়নি। এ নিয়ে দুনিয়ার সত্তুরটির মতো আকাশ সমান উঁচু স’াপনায় উঠল ফ্রান্সের নাগরিক রবার্ট। এরমাঝে শিকাগোর সিয়ারস টাওয়ার, লন্ডনের ক্যানারী ওয়ারফ, প্যারিসের আইফল টাওয়ার, কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ারও আছে।

আর এসব অভিযানের দায়ে এবার নিয়ে তাকে গ্রেফতার হতে হলো তৃতীয়বার। ২০০৩ সালে সিডনির বিখ্যাত হারবার ব্রিজের শীর্ষের উঠতে গিয়ে সে গ্রেফতার হয়। এরআগে জলবায়ু পরিবর্তনজনিত পরিসি’তির প্রতিবাদ করতে লন্ডনের বিপদজ্জনকভাবে লয়েড ভবনের শীর্ষে উঠতে গিয়ে সে গ্রেফতার হয়েছিল। মঙ্গলবার সিডনিতে সর্বশেষ অভিযানের সময়েও জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয়ের জন্যে দায়ী পশ্চিমা বিশ্বের সমালোচনা করে একটি প্রচার ব্যানার সে গায়ে জড়িয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সকাল সাড়ে ১০ টায় সে ভবনরি প্রাচীর বেয়ে উঠতে শুরু করে।

আর ফড়িংএর মতো লাফিয়ে লাফিয়ে ৪১ তলা ভবনের শীর্ষে পৌঁছতে সে সময় নিয়েছে মাত্র ৪৫ মিনিট। আরবিসি ভবনের স্টাফ পিটা অফিস থেকে বেরিয়ে সবিস্ময়ে ঘটনা দেখছিলেন। জিজ্ঞেস করতেই বিস্ফোরিত কণ্ঠে বলেন, মানুষ যে তার কল্পনার সীমা অতিক্রমের ঝুঁকি নিতে পারে রবার্ট তার দৃষ্টান্ত। ‘ইট্স এ্যাবসলিউটলি রিডিকুলাস, ইট্স গ্রেট, আই লাভ ইট’। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্যে রবার্টকে স্থানীয় রক্স পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

ছবিঃ দ্য ডেইলি টেলিগ্রাফের সৌজন্যে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.