আমাদের কথা খুঁজে নিন

   

একটা খোলা চিঠি ও কিছু জানতে চাওয়া

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

সামহোয়ার ইনের ব্লগারদের মধ্যে একটা আতঙ্ক আছে। ব্যাপারটা খেয়াল করলাম গতকাল। আরো আগেই দেখছিলাম অবশ্য ছাড়া ছাড়া ভাবে, তবে জনপ্রিয় ও সুব্লগার তনুজার এই নেহাতই বিনোদনমূলক পোস্টে তার সবিশেষ নমুনাও পাইলাম। লেখিকাসহ অনেক ব্লগারই অলরেডি নিজের নিরাপদ স্ট্যাটাস হারানোর ভয় করতেছেন। যদিও সেটা তামাশার ছলে, কিন্তু এর জোরালো ভিত্তিও আছে।

মাননীয় নোটিশ বোর্ডের পোস্টে মাইনাস দিলে কিংবা কিছু পৃষ্টপোষকিত (কথাটা কি পোষা হবে?) ব্লগারের সঙ্গে বাদানুবাদে গেলেই এই অনিবার্য শাস্তিটা জোটে বলে একাধিক জায়গায় একাধিক ব্লগার মন্তব্য করছেন। নোটিশবোর্ডের সর্বশেষ পোস্টে এক অভিযোগের ভিত্তিতে আমারে দুইদিনের মাথায় আবার জেনারেল করা হইছে। এবং একই পোস্টে আমার কিছু ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমার স্ট্যাটাস আরো নীচে কিঙবা একদম হাসিবের মতো কইরা দিতে পারে বইলা কিছু শুভানুধ্যায়ীর ভবিষ্যতবাণীর কারণে কর্তৃপক্ষের কাছে এই খোলা চিঠি। ই-মেইল পাঠাইয়া জানতে চাইলাম না, কারণ এই প্রশ্নগুলা আমার ধারণা অনেক সাধারণ ব্লগারের মনেই জাগে। কয়েক হাজার ই-মেইলের আশায় না থাইকা কর্তৃপক্ষ যদি আমার এই উত্তরগুলা দেয়ার জন্য যথেষ্ট সময় পায় তাইলে তাদের কষ্ট কমে, বাড়ে না।

তাছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারুম না, আপনাদের এমন একটা নীতিমালায় আটকানো আমি। মানে আপনারাই অভিযোগ পাঠানোর সময় এইটা মাথায় রাখতে বলে দেন যে কারো বিরুদ্ধে অভিযোগ করার আগে অভিযোগকারী কতটা সাধুপুরুষ। কমরেড আইজুর মতো না হইলেও আপনাগো তো কম জ্বালাইনাই সেই নীতিমালা আদায়ের লড়াইয়ের সময় থিকা। তাছাড়া আপনাগো পেয়ারা কিছু সুশীল যারা পিকনিক ছাড়াও মাঝে মাঝে কিছু সামাজিক আন্দোলনের ঘোষণা দেন এবং তাতে নেতৃত্ব নিয়া কাঁদা ছোড়াছোড়ি করেন, তাদের রীতিমতো অপ্রিয় একটা দলের আমি অন্যতম সদস্য বটে। যাউগ্গা, বহুত প্যাচাইয়া লাইছি ভূমিকায়।

প্রশ্নে আসি। ১. উস্কানীর শাস্তি কি? প্রশ্নটা জাগার কারণ- মডারেশনের মানের ঠিকঠিকানা নাই বইলা ইদানিং অনেকেই আপত্তি জানাইয়া পোস্টাইছে। কোনো ব্লগারের বিরুদ্ধে যখন আপনারা নীতিমালার ৫ (খ) ধারা ভাঙ্গার অভিযোগ আনেন, তখন তার পূর্বাপর বিচার করা হয় কি? অর্থাৎ যে কারণে অভিযুক্ত ব্যক্তি আক্রমণ কিংবা গালাগালিতে গেলো যার বিরুদ্ধে গেলো সেটা বিবেচনা করা হয় কি? কখনোই না। সামহোয়ারে এটা খুবই সম্ভব একটা ফালতু নিক নিয়া আইসা প্রতিষ্ঠিত কাউরে উস্কাইয়া ব্যান খাওয়ানো। এইটা প্রমাণিত এবং সফলভাবে ব্যবহৃত।

আপনাদের এই পোস্টেই আমারে আরো শাস্তি কিংবা আমার বিরুদ্ধে অভিযোগ আনার মতো প্রমাণ আছে। কিন্তু্ আমারে উস্কানোর জন্য উস্কানীদাতার জন্য কোনো শাস্তি আছে কীনা জানতে মঞ্চায়। ২. মুখপাত্র থাকলে তাদের পরিচয় জানাইতে কি সমস্যা? ওই একই পোস্টে হঠাত নোটিশবোর্ডের বদলে জনৈক ব্লগার কর্তৃপক্ষের ভাষায় নসীহত শুরু কইরা দিছেন। একাধিক ব্লগাররে হুমকি ও আক্রমণ কইরা কথাও বলছেন। সম্প্রতি সামুতে রেসিডেন্স ভাঁড় নামে একটা খেতাব চালু হইছে।

এইটা সম্পর্কিতরা কতখানি এনজয় করেন জানি না, আমারে দেওয়া হইলে আমি গলায় দড়ি দিতাম। কিন্তু পা-চাটা সেই মেরুদন্ডহীনতার দিকে নাই বা গেলাম। আমার প্রশ্ন কর্তৃপক্ষের সত্যি এমন কোনো মুখপাত্র আছেন কিনা যারা তাদের বিশেষ পোস্টগুলাতে অথরিটিভ কণ্ঠে বয়ান দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। যদি থাকে তাহলে সেই ব্যক্তিবিশেষদের নাম প্রকাশে কি সমস্যা। তাইলে আম ও সাধারণ ব্লগাররা তাদের তোয়াজ কইরা চলতাম।

মোটেও তাদের রেসিডেন্ট ভাঁড় বইলা উপহাস করতাম না। সম্পূরক প্রশ্ন : তারা কি যা ইচ্ছা তাই করার ক্ষমতাপ্রাপ্ত? আপাতত এই দুইখান প্রশ্নের জবাব দিলেই বর্তাইয়া যাবো। ধন্যবাদ। শুভ ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.